Kolkata : মহাসমারহে পালিত হল কলকাতার ইসকনের উল্টোরথ : U Bangla TV

Kolkata : মহাসমারহে পালিত হল কলকাতার ইসকনের উল্টোরথ : U Bangla TV

Jul 15, 2024 - 19:21
 0  7

মহাসমারহে ধুমধাম এর সাথে পালিত হল কলকাতার ইসকনের উল্টোরথ যাত্রা, রথের রশি টানলেন অগণিত ভক্তগণ।আজ উল্টোরথ, যদিও গোটা রাজ্যজুড়ে ইসকন ধর্মীয়  যেকোনো শাখা মানেই একটু হলেও পরিবর্তন। আগামীকাল উল্টো রথযাত্রা উৎসব রাজ্যের বেশ কিছু জায়গায় পালিত হবে। কিন্তু কলকাতার ইসকন  মন্দিরে সোমবার পালিত হয়  উল্টো রথ উৎসব। সকাল থেকেই গোটা  ইসকন মন্দিরকে এক অন্যরূপে সুসজ্জিত করা হয়, ইসকনের ভেতরে অবস্থিত  মন্দিরের পাশে বলরামদেব জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীর তিনটি পৃথক রথ ফল ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। যদিও রথের রশ্মিতে টান দেওয়ার জন্য দুর দুরন্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দরা এসে উপস্থিত হন। শুধু দেশীয় ভক্তবৃন্দ নয়, বিদেশি ভক্তবৃন্দদেরও উচ্ছাস রয়েছে চোখে পড়ার মতো। সকাল থেকেই বেশিরভাগ সময়  মন্দিরের চারপাশে শুধু শোনা যায় হরিনাম সংকীর্তন, শুধু রথ নয় বিভিন্ন ট্যাবলো সাজিয়ে আকর্ষণীয় করে তোলা হয় আজকের এই উল্টো রথ উৎসব।  এক প্রকার বলা যেতেই পারে বর্ণনাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে  ধুমধাম এর সাথে পালিত হল উল্টোরথ যাত্রা। অন্যদিকে রাস্তার বিভিন্ন জায়গায় রথ দাঁড় করানো হয় এরপর রাস্তায় পাশে থাকা অসংখ্য ভক্তবৃন্দরা জগন্নাথের বলরামদেব এবং সুভদ্রা দেবী কে তাদের মনস্কামনা পূরণের জন্য আরাধনা করেন। #kolkatanews #kolkatanews #iskon #breaking #banglanews @ubanglatv 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow