Kolkata : পারসেপশন আয়োজিত, একাডেমি অফ ফাইন আর্টস এর সেন্ট্রাল গ্যালারিতে

Kolkata : পারসেপশন আয়োজিত, একাডেমি অফ ফাইন আর্টস এর সেন্ট্রাল গ্যালারিতে

Jun 28, 2023 - 14:04
 0  10

একুশে জুন বুধবার সন্ধ্যে সাড়ে পাঁচটায়, অঙ্কিতা দে ভৌমিকের উদ্যোগে, এবং পারসেপশনের পরিচালনায় ১২ জন শিল্পীর গ্রুপ নিয়ে এই এক্সিবিশনে শুভ সূচনা, পারসেপশন মানেই একটি শিল্পী গোষ্ঠী, যাদের নিয়ে তিনি পথচলা শুরু করেছেন এবং এগিয়ে যাওয়ার লক্ষ্যে চলেছেন , শুধু তাই নয়, এইভাবে শিল্পীদের বিভিন্ন জায়গায় প্রদর্শনীর মাধ্যমে জায়গা করে দেয়ার চেষ্টা করছেন, । এ বারের অঙ্কিতা দে ভৌমিকের এই প্রদর্শনী সিজন ৩ অর্থাৎ তৃতীয় সংস্করণ, এই প্রদর্শনী চলবে একুশে জুন থেকে ২৬ শে জুন পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সমস্ত শিল্পী ও দর্শকদের দেখার ও মতামত দেওয়ার সুযোগ থাকছে। । এই পদর্শনীতে বিভিন্ন শিল্পীর প্রায় ২০০ মতো ছবি পদর্শিত হয়েছে।আজ এই প্রদর্শনী শুভ সূচনায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ও সম্মানিত অতিথি শ্রী সুব্রত ঘোষ একজন চিত্রশিল্পী ও সংগীত শিল্পী, শ্রী মলয় দাস সম্মানিত শিল্পী, শ্রী সুব্রত দাস সম্মানিত শিল্পী, এবং উপস্থিত ছিলেন অভিষেক গাঙ্গুলি একজন শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা , সবার উপস্থিতিতে প্রদীপ প্রজননের মধ্য দিয়ে আজকের এই পদর্শনী শুভ সূচনা হয়।, এরপর প্রত্যেক সম্মানিত অতিধিদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন এবং তাদের হাতে একটি করে ফটো ফ্রেম তুলে দেন, শুধু তাই নয় যে সকল শিল্পীরা দূর-দূরান্ত থেকে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং তাদের চিত্র প্রদর্শিত হয়েছে ,তাহাদেরকে সম্মানিত শিল্পীদের ও অতিথীদের হাত দিয়ে সম্মানিত করা হয়। শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন দিয়া চক্রবর্তী দত্ত, গার্গী বোস অঙ্কিতা দে ভৌমিক, দেবব্রত ব্যানার্জি, অলি মিশ্রা, নন্দিতা চক্রবর্তী, সাধনা রায়, সমাপ্তী দেব, সুচন্দ্রা মুখার্জী, সুপর্ণা রায় শুভঙ্কর বণিক এদের প্রত্যেককেই সম্মানিত করা হয়,,আজকের এই প্রদর্শনীতে ১২ জন শিল্পীর মধ্যে ১০ জন মহিলা শিল্পী অংশগ্রহণ করেছন, যা সচরাচর দেখা যায় না।..... এর পরিপ্রেক্ষিতে অতিথিরা বলেন, সত্যি প্রশংসনীয়, অঙ্কিতা দে ভৌমিক কে না প্রশংসা করে কিছু বলা যায় না, কারণ যিনি মেয়দেরকে নিয়েই বেশি এগিয়ে চলেছেন এবং তাদেরকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন।.. শুধু একটা কথাই বলবো, কেউ থেমে থাকলে ,এগিয়ে যাওয়া যায় না ,ভুল-ভ্রান্তি সবকিছুতেই আছে, আর সম্মান মানেই যে বড় কিছু তা নয়, নিজের চেষ্টা আর নিজেকে তৈরি করাই হচ্ছে বড় কাজ,, আপনারা চেষ্টা করলে অতি অবশ্যই একদিন এগিয়ে যেতে পারবেন এই কামনা করি, এবং অঙ্কিতা দে ভৌমিকের পাশে যদি এইভাবে থাকেন, হয়তো আরও কিছু করার পরিকল্পনা যেমন অঙ্কিতা দে ভৌমিক করবেন, তেমনি আপনারাও আপনাদের চলার পথ তৈরি করতে পারবেন।,, শিল্পীদের জীবন ভেঙ্গে পড়ার জন্য নয়, চেষ্টাই সব কিছু কে জয় করতে পারে।.= আপনাদের সামনে একজন শিল্পী হয়েও আরও দশ জনকে নিয়ে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনারা পাশে থাকলে শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে ও এইভাবে প্রদর্শনী করে মানুষের সামনে তুলে ধরতে পারবেন, এটা আমরা কামনা করছি ও আশা করছি ।। #newstoday #banglanews #news #kolkata #artexhibition  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow