Kolkata : নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ সাংবাদিক বৈঠক : U Bangla TV
Kolkata : নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ সাংবাদিক বৈঠক : U Bangla TV
বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় গ্রন্থাগারের ভাষাভবন অডিটোরিয়ামে ২০২৪ এর নির্বাচনকে কেন্দ্র করে এক বিশেষ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো । এই বৈঠকে ২০২৪ এর নির্বাচনকে ঘিরে বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নতুন ভোটাররা এখন থেকে বছরে চারবার 1লা জানুয়ারি, 1 লা এপ্রিল, 1লা জুলাই এবং 1লা অক্টোবর ভোটার লিস্টে নিজের নাম নথিভূক্ত করতে পারবে। ৮০ বছরের উর্ধ্বে প্রবীণদের উদ্দেশ্যে বলা হয় যারা বার্ধক্য জনিত কারণে ভোট কেন্দ্রে যেতে পারবেন না তাদের জন্য বাড়িতেই ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে। বিকলাঙ্গদের জন্য ভোটকেন্দ্রে হুইল চেয়ারের ব্যবস্থাও করা হবে বলে আরো জানানো হয়েছে । এছাড়াও বেশ কিছু নতুন মোবাইল অ্যাপ সংযোজন করা হয়েছে ২০২৪ এর নির্বাচনকে কেন্দ্র করে ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকশন সি ই ও ডক্টর আরিজ আফতাব, অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী, ডেপুটি সিইও বোলান ভট্টাচার্য, জয়েন্ট সিইও রাহুল নাথ ,ডেপুটি সিইও ডঃ কাকলি মুখার্জি ও অ্যাডিশনাল সিইও অমিত রায় চৌধুরী সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা । সর্বশেষে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় তারা যেন সঠিক সংবাদ পরিবেশন করেন, এবং প্রতিদিন বিকেল পাঁচটার পর থেকে ভোট সংক্রান্ত নতুন তথ্য প্রদান করা হবে সাংবাদিকদের | #kolkatanews #kolkata #newstoday #banglanews @ubanglatvofficia
What's Your Reaction?