Kolkata : দশম তম খুঁটি পূজার শুভ সূচনা স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির পরিচালনায়

Kolkata : দশম তম খুঁটি পূজার শুভ সূচনা স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির পরিচালনায়

Jul 11, 2023 - 16:13
 0  3

আজ 9 জুলাই রবিবার সকাল 11 টায়, কাঁকুড়গাছি, ভিআইপি মার্কেট সংলগ্ন স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির, দশম তম খুঁটি পুজোর শুভ সূচনা হয়ে গেল,,,,
এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিখ্যাত চিত্রশিল্পী অতনু পাল থার্ড আই । উপস্থিত ছিলেন প্রতিমা শিল্পী পরিমল পাল এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শ্রীকুমার মিশ্র,। এছাড়া উপস্থিত ছিলেন স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির সভাপতি গৌড় ঘোষ, যুগ্ম সম্পাদক অমল হাজরা, গোবিন্দ ঘোষ ,পরিকল্পনা ও সৃজনে অতনু হাজরা ও সৌরভ কর্মকার।
এবং সকল সদস্যবৃন্দ ও মহিলা বৃন্দরা, বিশেষ অসুবিধা থাকায় এবং একটি দুর্ঘটনা ঘটায়, বিধায়ক পরেশ পাল মহাশয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু তিনি একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে।

স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি, প্রতিবছরই দর্শকদের নতুন নতুন চমক দেওয়ার চেষ্টা করেন, নবম তম বর্ষে তারা থিমের পরিকল্পনা করেছিলেন, যাহার নাম ছিল ...মানত.... দর্শকদের মন জয় করতে পেরেছিলেন এবং বহু সম্মানে ভূষিত হয়েছিলেন,, এই বছরও দুজন শিল্পীর সৃজনে ও পরিকল্পনায় আরেকটি নামকরণ দিলেন দশম তম বর্ষে ....অনাদরের রূপকথা....।

এই অনাদরে রূপকথার সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়ে, বলেন আমরা গাছপালাকে বাঁচানোর চেষ্টা করছি এবং গাছ কাটা থেকে নিষেধ করার চেষ্টা করছি শুধু তাই নয় পশু পাখিরা প্রায় বিলুপ্ত হতে বসেছে এই গাছ কাটার ফলে বা গাছ ধ্বংস হয়ে যাওয়ার ফলে, যাতে আমরা সবাই গাছকে বাঁচিয়ে রাখতে পারি এবং প্রত্যেকের গাছ লাগিয়ে অক্সিজেনের অভাব মেটাতে পারি তারই কিছুটা অংশ আমরা তুলে ধরার চেষ্টা করছি আর বাকিটা জানতে গেলে অপেক্ষা করতে হবে, এই নামকরণের মধ্য দিয়ে কি হতে চলেছে, শুধু তাই নয় আমরা যে প্রতিমা তৈরি করছি, সেটিও এর সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করছি প্রতিমা,।

তবে শুধু আমাদের প্রচেষ্টায় সব নয়, সকলের সহযোগিতা এবং আকর্ষণ আমাদেরকে এগিয়ে চলার পথ করে দেয় ,আমরা নতুন কিছু করে দেখাতে পারি এটাই আমাদের কাছে বড় পাওনা।, আর এই খুঁটি পূজার মধ্য দিয়ে আমরা এইটুকুই বার্তা দিতে চাইছি ,অপেক্ষা করুন কি হতে চলেছে, তবে না দেখলে মিস করতে হবে। দশম তম বর্ষে , দুর্গোৎসবের চমক কি | #breakingnews #newstoday #banglanews #kolkatanews #kolkata #durgapuja #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow