Kolkata : জিপিওর ২৫০ বছর : U Bangla TV
Kolkata : জিপিওর ২৫০ বছর : U Bangla TV
কলকাতা জিপিওর ২৫০ বছর উদযাপন উপলক্ষে মহামান্য রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস এর উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী ভীনিত পান্ডে (সেক্রেটারি অফ পোস্ট গভরমেন্ট অফ ইন্ডিয়া), শ্রী নিরাজ কুমার (চিফ পোস্টমাস্টার জেনারেল) । এছাড়াও এখানে আরো উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল পোষ্টের আরো অনেক সিনিয়র অফিসাররা। কলকাতা জিপি ওর ২৫০ বছর পূর্তি উপলক্ষে মহামান্য রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস এদিন "জার্নি অফ মেইলস" নামে এক বিশেষ ফিলাটেলিক কভার এবং গোল্ড প্লেটেড সিলভার "রেপ্লিকা অফ ইন্ডিয়া পোস্ট" এর ও উন্মোচন করেন। এরপর চিফ পোস্টমাস্টার জেনারেল শ্রী নিরাজ কুমার কলকাতা জিপিও র অনেক উদ্যোগ তুলে ধরেন। এরপর রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ কলকাতা জিপিও নিয়ে তার বিশেষ কিছু স্মৃতিচারণা করেন । তারপর বিকেল পাঁচটায় কলকাতা জিপিও র দক্ষিণ বারান্দাতে বিখ্যাত অর্কেস্ট্রা শিল্পী আব্রাহাম মজুমদার এবং তার দল মিলে ওয়েস্টার্ন এন্ড ইন্ডিয়ান মিউজিকাল শায়েরী নামে এক দুর্দান্ত পারফরমেন্স এর প্রদর্শন করেন।
#newstoday #kolkatanews #kolkata @u banglatv
What's Your Reaction?