Kolkata : আজ থেকে শুরু হলো কলকাতার বিভিন্ন স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা : U Bangla TV

Kolkata : আজ থেকে শুরু হলো কলকাতার বিভিন্ন স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা : U Bangla TV

Feb 16, 2024 - 19:07
 0  5

শুক্রবার থেকে শুরু হলো কলকাতার বিভিন্ন স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা, ১৬ই ফেব্রুয়ারী শুক্রবার থেকে কলকাতার বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষা দিয়ে শুরু হয়েছে । সরকারের নির্দেশ অনুযায়ী পরীক্ষার স্থলে পৌঁছানোর টাইম সকাল ৮.৩০, প্রশ্ন পত্র দেওয়ার সময় ৯.৪৫ পরীক্ষা সময় ১০টা থেকে ১ টা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। সরকারের এই সময় এগিয়ে আনার ফলে মাধ্যমিক পরীক্ষার মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার ছাত্র ছাত্রীরাও অনেকটায় টেনশনে ছিল ঠিক সময়ে পরীক্ষার সেন্টারে পৌঁছাতে পারবে কিনা, অভিভাবকদের মধ্যেও এই একই টেনশন দেখা যায়। এদিন দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠে, তিনটি গার্লস স্কুলের সিট পরে, ...... বরানগর মোমন গার্লস হাইস্কুল, বরানগর মায়াপীঠ গার্লস হাইস্কুল, আলম বাজার উর্দু হাইস্কুল, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই পরীক্ষা শুরু হয়, প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় , যাতে পরীক্ষার্থীরা কোনরকম ভাবে অসুবিধায় না পরে এবং যান চলাচলও যাতে ঠিক থাকে, সেই দিকে দৃষ্টি ও নজর রাখার নির্দেশ দেন সরকার । সরকারের তরফ থেকে সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানো হয় । এদিন পরীক্ষা শান্তি পূর্ণ ভাবেই শুরু হয় । পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে পরীক্ষার্থীরা জানায়, বাংলা পরীক্ষা ভালো হয়েছে, তাদের পড়ার মধ্যে দিয়েই সব কিছু এসেছে । । অভিভাবকরা জানায় , পরীক্ষা এগিয়ে দেওয়ায় বাড়ীর সব কাজ ফেলে ছেলে মেয়েদের রেডি করে , কোনো ভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছেন তারা, সময়ের মধ্যে ছেলে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য। #kolkatanews #kolkata #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow