Jolpaiguri : 'এক ডাকে অভিষেককে বলো' |

Jolpaiguri : 'এক ডাকে অভিষেককে বলো' |

Jun 11, 2023 - 18:02
 0  4

ধূপগুড়ি ৭ নম্বর ওয়ার্ড এর খুদিরাম পল্লীতে দীর্ঘদিনের ড্রেনের দাবি থাকা সত্ত্বেও মেলেনি ড্রেন। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে, 'এক ডাকে অভিষেককে বলো' - সমস্ত জায়গায় সমস্যার কথা তুলে ধরেও মিলেনি সুরাহা।আজ ওয়ার্ড বাসিন্দারা স্থায়ী ড্রেনের দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন।ধুপগুড়ি শহরের এই ওয়ার্ডে জল জমার সমস্যা প্রত্যেক বছরের ।মরশুমের টানা বৃষ্টিতে বাড়ির উঠোনে জল জমা বাসিন্দাদের খুব চেনা একটা দৃশ্য। সঠিক নিকাশী নালা ব্যবস্থা না থাকায় জল জমার সমস্যা মেটে না। তাই বর্ষা এলে শহরের ওয়ার্ডের বাসিন্দারা আতঙ্কে ভুগেন। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বর্ষার মরসুম শুরু হতে আর মাত্র দিন কয়েক বাকি। ফের কি ওই জল জমার সমস্যায় ভুগতে হবে এলাকার বাসিন্দাদের ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাদের মধ্যে। বর্ষার মরসুম আসার আগে পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে সেদিকে তাকিয়ে আছেন এলাকার বাসিন্দারা । দাবি উঠছে বর্ষার আগেই শহরের নিকাশি ব্যবস্থা সংস্কার ও ঢেলে সাজানো প্রক্রিয়াকরণ করুক পৌরসভা। এই বিষয়ে ধুপগুড়ি পৌরসভার প্রশাসনিক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান কারোর কোন দাবী থাকলে পৌরসভা অফিসে এসে জানাতে পারেন। তবে কোন বিষয়কে নিয়ে রাজনৈতিক রং লাগানো উচিত নয়। #newstoday #newsvideo #current_affairs #jalpaiguri @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow