Jalpaiguri : বেহাল অবস্থায় পরিণত হয়েছে এশিয়ান হাইওয়ে
Jalpaiguri : বেহাল অবস্থায় পরিণত হয়েছে এশিয়ান হাইওয়ে
একটানা বৃষ্টিতে বেহাল অবস্থায় পরিণত হয়েছে এশিয়ান হাইওয়ে ৪৮। বিভিন্ন জায়গায় হয়েছে বড়ো বড়ো গর্ত। যেকারণে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। একাধিক বার মেরামতের দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এবার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর।বৃহস্পতিবার রাতে ধূপগুড়ি শহর সংলগ্ন ওভার ব্রিজ ভেমটিয়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা।স্হানীয় সূত্রে জানা যায়, ওভার ব্রিজ সংলগ্ন এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে।রাস্তার মাঝ বরাবর বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে।যার ফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা।এদিন রাতেও পর পর দুটি দুর্ঘটনা ঘটে।আহত হয়েছে দুইজন।এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার সাধারণ মানুষ।রাস্তা সংস্কারের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি ট্রাফিক গার্ড ও ধূপগুড়ির থানার পুলিশ।দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা।স্থানীয়রা জানান, একাধিক বার রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কাজ হয়নি।রেলকে জানানো হলে বলে এশিয়ান হাইওয়ের কাজ এটা।এদিকে এশিয়ান হাইওয়ের কর্তৃপক্ষকে জানানো হলে তারা বলছে রেলের কাজ। #breakingnews #newstoday #dhupguri #jalpaiguri #westbengal #newslive @ubanglatvofficial
What's Your Reaction?