Jalpaiguri : এলাকার বিভিন্ন বুথে পরিস্থিতি খতিয়ে দেখছেন বিজেপি বিধায়িকা
Jalpaiguri : এলাকার বিভিন্ন বুথে পরিস্থিতি খতিয়ে দেখছেন বিজেপি বিধায়িকা
ডাবগ্রাম-ফুলাবাড়ি এলাকার বিভিন্ন বুথে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জী। জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ে ১৯/৪৬ ১৯/৪৭ নম্বর বুথে চলছে শান্তিপূর্ন ভোট। এই বুথটিও পরিদর্শন করলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। এদিকে বুথের সামনে শিখা চ্যাটার্জি আসতেই তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সাগর মহান্ত পা ছুঁয়ে প্রনাম করেন। এটাকে ভনিতা বলে কটাক্ষ করে বুথ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ছাড়া সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট করানো হচ্ছে এমনই অভিযোগ করেন বিধায়িকা। তার আশঙ্কা ভোট লুট হওয়ার। পাশাপাশি বিধায়িকার আরও অভিযোগ তৃণমূলের ব্যাচ পড়ে বুথের ভিতরে ঢুকে পড়ছে তৃণমূল কর্মী। তাই এই বিষয়গুলি জানিয়ে রাজ্যপালকে ফ্যাক্স করবেন বলে জানান তিনি।অন্যদিকে বিধায়িকার অভিযোগকে নস্যাৎ করে সাগর মহান্তের বক্তব্য শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে।#breakingnews #breakingnews #newstoday #panchayatelection #rajganj #jalpaiguri #westbengal #banglanews #newslive @ubanglatvofficial
What's Your Reaction?