Jalpaiguri : এনজেপি-পাটনা নতুন বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের সূচনায় প্রধানমন্ত্রী : U Bangla TV

Jalpaiguri : এনজেপি-পাটনা নতুন বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের সূচনায় প্রধানমন্ত্রী : U Bangla TV

Mar 12, 2024 - 14:41
 0  4

এনজেপি স্টেশনের মুকুটে নতুন পালক। যাত্রা শুরু হল নিউ জলপাইগুড়ি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের। মঙ্গলবার ভার্চুয়ালি এই এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ট্রেনটির পথ চলা শুরু হলেও বাণিজ্যিক যাত্রা শুরু হবে ১৪ মার্চ বৃহস্পতিবার থেকে। এদিন এনজেপি স্টেশনে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির যাত্রা শুরু হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি জলপাইগুরির সাংসদ জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ অন্যান্যারা। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। লোকসভা নির্বাচনের আগে এনজেপি স্টেশন আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেলো। এই নিয়ে গত ১৫ মাসের মধ্যে তিনটি বন্দে ভারত পেল নিউ জলপাইগুড়ি স্টেশন। হাওড়া এবং গুয়াহাটির পর বন্দে ভারতে এনজেপি থেকে পাটনার সঙ্গে যুক্ত হল। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে ট্রেনটি সকাল ৫টা ১৫ মিনিটে ছেড়ে বিহারের রাজধানী পাটনায় পৌঁছোবে দুপুর ১২টা ১০ মিনিটে। একই ভাবে পাটনা থেকে দুপুর ১টায় ছেড়ে, রাত ৮টায় পৌঁছোবে এনজেপিতে। যাত্রাপথে কিশনগঞ্জ এবং কাটিহারে দাঁড়াবে ট্রেনটি। অর্থাৎ দুটি স্টপই রয়েছে বিহারে। মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিনই চলবে এই ট্রেনটি। নতুন এই ট্রেনটি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা। #jalpaiguri #jalpaigurinews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow