INDIA - NEPAL : দিল্লি সফরে নেপালের প্রধানমন্ত্রী |
INDIA - NEPAL : দিল্লি সফরে নেপালের প্রধানমন্ত্রী |
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল বুধবার চারদিনের সরকারি সফরে ভারতে আসবেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য নেতাদের সঙ্গে বহু পুরনো ও বহুমুখী এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য তিনি ভারতে আসছেন।২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। নেপাল সরকার জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণে তিনি ভারত সফর করছেন।তিনি মন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে এক বিবৃতিতে বলা হয়েছে।তার সফরের সময়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সহ-সভাপতি জগদীপ ধনখরের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। 1 জুন মোদির সাথে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। আলোচনার পর দুই প্রধানমন্ত্রীর যৌথ প্রেস মিট হবে, এতে বলা হয়েছে, মোদি নেপাল থেকে তার প্রতিপক্ষ এবং তার প্রতিনিধি দলের সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন, বিবৃতিতে বলা হয়েছে।
#worldaffairscurrentaffairs #pushpakamaldahal #dahal #narendramodi #primeministerofindia #nepal
What's Your Reaction?