Howrah : প্রয়াত হলেন বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ : U Bangla TV
Howrah : প্রয়াত হলেন বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ : U Bangla TV
রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ প্রয়াত হলেন। মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত ২৯ জানুয়ারি থেকে ওই হাসপাতালের সাত তলার ৫০ নম্বর কেবিনে ভর্তি ছিলেন। গত ৩ মার্চ রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রেসিডেন্ট মহারাজকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তারপর থেকে টানা ২৩ দিন তিনি ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালে গিয়েছিলেন প্রেসিডেন্ট মহারাজকে দেখতে। ১৯২৯ সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী স্মরণানন্দ। ১৯৯৭ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২০০৭-এ সহ অধ্যক্ষ হন, এরপরে ২০১৭-তে স্বামী আত্মস্থানন্দের প্রয়াণের পরে ওই বছরের ১৭ জুলাই মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হন স্বামী স্মরণানন্দ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর শ্রীমদ স্বামী স্মরণা নন্দন মহারাজ, শেষকৃত্য সম্পন্ন হবে সমাধি স্থলের পাশে প্রস্তুতির ছবি। বেলুড় মঠে স্বামী শরণানন্দ মহারাজকে শ্রদ্ধা জানালেন হাওড়ার খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়। #newstoday #breakingnews #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?