Howrah | সকাল থেকেই বিভিন্ন গঙ্গার ঘাট ও জলাশয়ে তর্পনের উদ্দেশ্যে উপচে পড়া ভিড় | U Bangla TV

Howrah | সকাল থেকেই বিভিন্ন গঙ্গার ঘাট ও জলাশয়ে তর্পনের উদ্দেশ্যে উপচে পড়া ভিড় | U Bangla TV

Oct 14, 2023 - 16:32
 0  5

হিন্দু শাস্ত্র মতে অকালবোধনের পূর্বে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবি পক্ষের আগমনের পূর্বে যেই দিনটিতে স্বর্গীয় মাতা ওপিতাকে উদ্দেশ্য করে এবং পূর্বপুরুষদের সম্মান জানিয়ে তাদেরকে গঙ্গা থেকে বিভিন্ন জলাশয়ে তিলজল অর্পণ করা হয় সেই দিনটাকে বলা হয় মহালয়া। এই মহালয়াটি আজ থেকে কয়েক যুগ আগে শ্রদ্ধেয় শিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং তাহার শিল্পী সঙ্গীদের দ্বারা উপস্থাপিত হয়ে থাকে। সেই দিন ভোররাত্রিতে দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে যেই গানের দ্বারা মহামায়া কে আপ্যায়ন করা হয় তা হল" জাগো তুমি জাগো, জাগো দুর্গা দশপ্রহরণী তুমি জাগো অভয় সক্তি মা তুমি জাগো, জাগো তুমি জাগো মা"।
সুমধুর এই মহালয়া শোনার জন্য আপামর বাঙালি শাস্ত্র মতে মহালয়ার দিন ভোররাত্রে দূরদর্শন এবং বেতার যন্ত্রের সামনে উদগীব হয়ে বসে থাকে এই মহালয়া শোনার জন্য। তাই বাংলা জুড়ে বাঙালির এই পূর্ণ দিনে
নিজেদের স্বর্গীয় পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে তাদের উদ্দেশ্যে তিল ও জল দান করা হয়। এই একটি দিনই হিন্দু শাস্ত্রমতে সমস্ত মানুষ যে যার নিজের নিকটস্থ জলাশয়ে তাদের উদ্দেশ্যে নিষ্ঠা ভরে শুদ্ধভাবে স্নান করে ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের সাথে সাথে পূর্বপুরুষদের তিলজল অর্পণ করেন। এই ব্যবস্থাকেই বলা হয় তর্পণ। এই মহালয়ার দিনে তর্পন কে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন রকম প্রশাসনিক ব্যবস্থা। গঙ্গাবক্ষে টহল দিচ্ছে রিজার্ভার ডিপার্টমেন্টের আধিকারিকেরা এবং প্রত্যেক গঙ্গার ঘাটে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। যাতে তর্পণ করতে আসা পূর্ণার্থীরা যেন কোন অসুবিধার সম্মুখীন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে নবান্ন ও সমস্ত প্রশাসনীক বিভাগ থেকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow