Howrah : বিশেষ কৃতি ছাত্রদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান : U Bangla TV

Howrah : বিশেষ কৃতি ছাত্রদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান : U Bangla TV

Jan 12, 2024 - 19:45
 0  4

ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ২০২২ ২০২৩ শিক্ষাবর্ষের বিশেষ কৃতি ছাত্রদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের হাত দিয়ে বর্তমান ছাত্রদের উৎসাহ দান করা হয়। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী বলেন বিভিন্ন বিদ্যালয়ের পড়াশোনার মান হয়তো কমেছে কোনো কারনে, তাই ছাত্রদের বিদ্যালয়ের প্রতি আস্থাও কমেছে। ছাত্রদের বোঝাতে হবে যে বিদ্যালয় তাদেরই একটা পরিবার এটা বোঝাবার অভাবেই হয়তো বিভিন্ন বিদ্যালয় ছাত্রসংখ্যা কমে যাচ্ছে। তবে তাদের বিদ‍্যালয় পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১৪০০ ছাত্র এবং শিক্ষক শিক্ষিকা মিলে ৪৫ জন । তিনি বলেন এই বিদ‍্যালয়ের বহু ছাত্র বিভিন্ন উচ্চ পদে প্রতিষ্ঠিত। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি প্রদীপ মাঝি বলেন, বাচ্চাদের হাতে মোবাইল বেশি না দিয়ে তাদের প্রতি আরো কেয়ার নেয়া উচিত। তাদের খেলাধুলার জন্য মাঠে পাঠানো উচিত। মাঠে গেলে তারা নিয়মকানুন সম্বন্ধে অনেকটা সজাগ হবে। তাই মোবাইল তাদের থেকে যত দূরে সরিয়ে রাখবে ততই ভালো। ওই স্কুলের এক প্রাক্তন ছাত্র সোমনাথ পল্লে বর্তমানে সাংবাদিক তাকে মঞ্চে ডেকে সম্বর্ধনা দেন। বাণিব্রত কাঁড়ার, সৌরভ মুখার্জী, তন্ময় ভট্টাচার্য সহ একাধীক প্রাক্তন ছাত্ররা মঞ্চে উপস্থিত ছিলেন। #howrah #howrahnews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow