Hooghly : একাধিক দাবি নিয়ে পথ অবরোধ আদিবাসী অর্গানাইজেশনের |

Hooghly : একাধিক দাবি নিয়ে পথ অবরোধ আদিবাসী অর্গানাইজেশনের |

Jun 8, 2023 - 13:47
 0  7

গোটা রাজ্যের বিভিন্ন স্থানের মত ফাঁসিদেওয়াতেও একাধিক দাবিদাওয়া নিয়ে পথ অবরোধ করল ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশন। এদিন আদিবাসীদের ডাকা ১২ ঘণ্টার পথ অবরোধে ফাঁসিদেওয়ায় ঘোষপুকুরের 31ডি জাতীয় সড়কে আটকে পড়ে যানবাহন চলাচল। মূলত অ-আদিবাসীদের আদিবাসী করনের চক্রান্ত এবং সিআরআই রিপোর্ট পরিবর্তনের চক্রান্তের বিরুদ্ধে এই বাংলা বনধ আদিবাসী সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের। এদিন পথ অবরোধের জেরে কলকাতাগামী ৩১নং জাতীয় সড়ক অবরোধ হলে রাস্তার একাধিক প্রান্তে আটকে পড়ে যানবাহন। হাতে কুড়োল বর্শা ছুরি তির ধনুক এবং ধামসা মাদলের তালে রাস্তায় দাঁড়িয়ে পথ অবরোধ করেন সংগঠনের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশাল পুলিশকর্মীরা ঘটনাস্থলে রয়েছে। #newstoday #newsvideo #current_affairs #hooghly  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow