Hawrah : মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন

Hawrah : মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন

May 28, 2023 - 18:04
 0  2

অনন্ত ফাউন্ডেশন সালকিয়ার সামা গার্ডেন চত্বরে মাসিক পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে 1500 ছাত্রী ছাত্রীর জন্য একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। এই প্রোগ্রামটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করার পাশাপাশি একই বিষয়ে একটি কর্মশালায় 1500 ছাত্রী অংশগ্রহণ করেছিল। শ্রী রাম সেবা সমিতি ট্রাস্ট হাওড়ার যৌথ উদ্যোগে ২৮ মে মাসিক স্বাস্থ্য দিবসের কর্মসূচিতে কিশোরী মেয়েদের মধ্যে মাসিক, স্লোগান লেখা ও যোগ ধ্যান ইত্যাদির বিষয়ে সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়।অন্যদিকে, অনন্ত ফাউন্ডেশনের আহ্বায়ক বন্দনা গর্গ কিশোরী মেয়েদের ঋতুস্রাবের সময় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার সুতির কাপড় বা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার এবং ন্যাপকিন ব্যবহারের পরে তাদের ডুবিয়ে রাখার বিষয়ে কথা বলেন। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং ন্যাপকিন বা পরিষ্কার কাপড় ব্যবহারের কারণে সংক্রমণ এড়ানো যায়। যেখানে বলা হয়েছিল যে ঋতুস্রাব সম্পর্কিত একটি সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়েছিল যাতে তারাও এটি বুঝতে পারে এবং তাদের পরিবারে তাদের মা, বোন এবং স্ত্রীকে সহযোগিতা করতে পারে।
#news #hawrah #westbengal 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow