Farakka : দুর্গন্ধে অসহনীয় পরিবেশ : U Bangla TV

Farakka : দুর্গন্ধে অসহনীয় পরিবেশ : U Bangla TV

Jul 11, 2024 - 18:11
 0  5

নোংরা আবর্জনার স্তুপের দুর্গন্ধে অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে স্কুল ও তার আশেপাশের অংশ ।  বিদ্যালয়ের উত্তর দিক দিয়ে গিয়েছে একটি ঢালাই রাস্তা । সেই রাস্তার দক্ষিনে বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘর এবং উত্তরে বিশাল বড় আবর্জনার স্তূপ , সঙ্গে অসহ্য দুর্গন্ধ । গ্রামবাসীদের অভিযোগ , বাজার সংলগ্ন এলাকার নোংরা আবর্জনার সাথে সাথে বিদ্যালয়ের মিড ডে মিলের বর্জ্য অংশও ফেলা হয় এখানে । বাজে গন্ধ এতটাই খারাপ যে, মিড ডে মিলের রান্না করতে যেমন সেখানে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তেমন  রাস্তা দিয়ে পথচারীদের যাতায়াত করতে অসুবিধা পড়তে হচ্ছে !   স্থানীয় বাসিন্দারা জানান,এই স্কুল থেকে যেমন নোংরা হচ্ছে তেমন আশেপাশের বাজার অঞ্চল থেকেও নোংরা আবর্জনা মানুষজন এখানে ফেলে যাচ্ছে। মৌখিকভাবে অভিযোগ জানিয়ে কোন কাজ হয়নি ।       

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow