Exclusive news : ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ড ফল : U Bangla TV

Exclusive news : ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ড ফল : U Bangla TV

May 27, 2024 - 16:28
 0  2

দুপুর ১ টায় আবহাওয়ার আপডেট রেমালের সমুদ্র থেকে ক্রমশ তটের দিকে এগিয়ে মাঝরাতেই আছড়ে পড়ছে রেমাল। সকাল ৮.৩০ টার সময়ে এই তীব্র ঘূর্ণিঝড় উত্তর মুখী দিকে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর সকাল ১১.৩০ টার সময় একই জায়গায় আছে অবস্হান। হওয়ার গতিবেগ ৯৫ থেকে -১০৫ কিলোমিটার। তবে তা বেড়ে হবে ১১৫ কিলোমিটার । আলিপুর আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী এই রেমাল উত্তর দিকে যাবে , আরো তীব্রতর হবে, হাওয়ার গতিবেগ আরো বাড়বে । ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। কলকাতায় সন্ধ্যে থেকে বৃষ্টিপাত বাড়বে এবং হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাবে । সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। শহরে হাওয়ার গতিবেগ যেতে পারে ৪৫-৬০ কিলোমিটার ঘন্টায় । ধীরে ধীরে বাড়বে বৃষ্টিপাত এবং হাওয়ার গতিবেগ । উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ ৫০-৬০ বেড়ে ৭০ কিলোমিটার বলে জানা গেছে । বাংলাদেশের মঙ্গলাতে ল্যান্ড ফল হবে ঘূর্ণিঝড় রেমালের । উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান এইরকম। বাংলাদেশের মংলা থেকে সরাসরি ৩১০ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিল এই তীব্র ঘূর্ণিঝড়। বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে। সাগরদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল ঘূর্ণিঝড়। রেমাল তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপেই উত্তরমুখী পথ তার। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত সাংবাদিক বৈঠক করে শেষ যে বিজ্ঞপ্তি দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow