Exclusive News : ১৩ বছর পর বিশ্বজয়ের স্বপ্নপূরণ : U Bangla TV |

Exclusive News : ১৩ বছর পর বিশ্বজয়ের স্বপ্নপূরণ : U Bangla TV |

Jul 4, 2024 - 19:30
Jul 4, 2024 - 19:42
 0  31

১৩ বছর পর বিশ্বজয়ের স্বপ্নপূরণ। ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জয়। ভুবনজয়ী ভারতীয় ক্রিকেটারদের ঘরে ফেরায় বাধা হয়ে দাঁড়িয়েছিল ঘূর্ণিঝড় বেরিল। ঝড়ের ভ্রুকুটি কাটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন রোহিত শর্মা এন্ড কোম্পানি। রাত তিনটে থেকে দিল্লি বিমানবন্দরে উন্মাদনে ক্রিকেট প্রেমীদের । সমর্থকেরা পৌঁছে গিয়েছিলেন রোহিত, বিরাটদের স্বাগত জানাতে। দিল্লি বিমানবন্দরে নামলেন ভুবনজয়ীরা। ৬.০৭ মিনিটে দিল্লির মাটি ছুঁল বিশ্বজয়ীদের বিমান। ট্রফি হাতে টিম ইন্ডিয়ার তারকারা একে একে উঠেন টিম বাসে। ভোররাত থেকে বিমানবন্দরে অপেক্ষারত ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ও সমস্বরে জয়ধ্বনি উঠে রোহিতদের নামে। দিল্লি বিমানবন্দর থেকে বেরিয়ে আসে রোহিত শর্মারা। টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষায় ছিল দুটি টিম বাস। ওই টিম বাসে করেই রোহিতরা যান হোটেলে।দিল্লির হোটেলে পৌঁছলেন রোহিতরা। সেখানে অপেক্ষারত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি। দিল্লির হোটেলে ছিলেন বিরাট কোহলির পরিবারের সদস্যরা। হোটেলের বাইরেও ছিল অসংখ্য সমর্থকের ভিড়। সেখানেও ভারতীয় দলের জন্য উঠে জয়ধ্বনি। বিশ্বজয়ীদের স্বাগত জানাতে মেগা আয়োজন ছিল হোটেল কর্তৃপক্ষেরও।হোটেলের সামনে বাঁধনহারা উচ্ছ্বাস টিম ইন্ডিয়ার। দেদার নাচ বিশ্বকাপ ফাইনালে স্মরণীয় ক্যাচ নেওয়া সূর্যকুমার যাদবের। দিল্লির হোটেলের সামনে নাচলেন অধিনায়ক রোহিত শর্মাও। দিল্লির হোটেলে কেক কাটলেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা। হোটেল থেকে টিম ইন্ডিয়া রওনা দিলো প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর বাসভবন সাত লোক কল্যাণ মার্গে ঢোকেন দেখা করতে ভুবনজয়ীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় টিম ইন্ডিয়ার। ট্রফি হাতে মোদির সঙ্গে ছবিও তুললেন রোহিত-দ্রাবিড়রা। বিশ্বকাপের নানা ম্যাচ নিয়ে বিস্তারিত জানতে চান মোদি। বিশেষ কিছু শট, নজরকাড়া কয়েকটি ক্যাচ নিয়েও মন্তব্য করেন। এমনকি কোন ক্রিকেটার কোন শট ভালো খেলেন সেটাও জানান প্রধানমন্ত্রী। ফের সেখান থেকে দিল্লি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন টিম ইন্ডিয়া। ভারতীয় দলের গন্তব্য মুম্বই। চার্টার্ড বিমানে মুম্বই যান দল। সেখানে থেকে হুড খোলা বাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যান রোহিতরা। #teamindia #indiancricket #icc #bangladesh #bangladeshcricket #australiacricket #viralnews #viralpost #newstoday #worldcup #t20worldcup #viratkohli #rohitsharma #srk  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow