Exclusive News : খলনায়ক হিসেবে দক্ষিণেও বিজয়ধ্বজা শাশ্বতর : U Bangla TV

Exclusive News : খলনায়ক হিসেবে দক্ষিণেও বিজয়ধ্বজা শাশ্বতর : U Bangla TV

Jun 27, 2024 - 18:52
 0  8

মুক্তির আগেই বক্স অফিসে হুঁশিয়ারি দেগেছিল ‘Kalki 2898 AD’! সিনেবিশেষজ্ঞদের রিপোর্ট কার্ডে ৪০০ কোটির ব্যবসার কথা আগেই জানা গিয়েছিল, এবার পয়লা দিনের আয়ের নীরিখে সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিল প্রভাস-দীপিকার দক্ষিণী সিনেমা।আর ওপেনিং ইনিংসেও শুধু সকাল পর্যন্ত ৩৩ কোটির আয় করে তাক লাগিয়ে দিল এই ছবি। সিনেবিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী, প্রথম সপ্তাহে প্রভাস-দীপিকার দক্ষিণী সিনেমার বিজয়রথ অপ্রতিরোধ্যই থাকবে। রিপোর্ট বলছে, পয়লা সপ্তাহে বিশ্বের বক্স অফিসে ২০০ কোটি আয় করতে পারে ‘কাল্কি’। এর মধ্যে শুধুমাত্র ভারত থেকেই ১২০-১৪০ কোটির ব্যবসা করতে পারবে। যা কিনা চলতি বছরে ওপেনিং ডে-র আয়ের নীরিখে এখনও পর্যন্ত কোনও সিনেমার ক্ষেত্রে শিকে ছিঁড়তে পারেনি।বিদেশে ব্লকবাস্টার RRR ছবির রের্কডও ধূলিস্যাৎ করে দিয়েছে ‘Kalki 2898 AD’। উত্তর আমেরিকায় প্রিমিয়ার শোতে এসএস রাজামৌলীর ছবি ৩ মিলিয়ন ডলারের ব্যবসাকে টেক্কা দিয়ে প্রভাস-দীপিকার ‘কাল্কি’ ৩.৮ মিলিয়ন ডলারের আয় করেছে। সেখানে প্রায় ৮০ হাজার ২০০টি স্ক্রিনে চলছে ‘কাল্কি’। #film #prabhas #saswatachattopadhyay #deepikapadukone #filmreview #bollywood #amitabhbachchan #kamalhasan #dishapatani #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow