Exclusive News : আন্তর্জাতিক শ্রমিক দিবস : U Bangla TV

Exclusive News : আন্তর্জাতিক শ্রমিক দিবস : U Bangla TV

May 1, 2024 - 17:56
 0  5

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস সচরাচর মে দিবস নামে অভিহিত। এই মে দিবস নিয়ে অনেকের অনেক রকম মতভেত আছে। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় মে দিবস ।  শিল্প বিপ্লবের ফলে যখন ইউরোপ আমেরিকার মতো দেশে কলকারখানার বিকাশ হতে শুরু করে। কলকারখানার বিকাশের সাথে সাথে শ্রমিক দের প্রতি বঞ্চনা ও বারতে থাকে। একটা নির্দিষ্ট পরিমান বেতনের বিনিময়ে তাদেরকে ১৪ ঘন্টা - ১৬ঘন্টা শ্রমিকদের   অমানষিক শ্রম করানো হতো। তারা প্রতিবাদ জানালে অকথ্য ভাবে অত্যাচার করা হত। এর ফলে শ্রমিকরা ১৮৮৬ খ্রিস্টাব্দে ১মে  আমেরিকার শিকাগো শহরের   এক ধর্মঘট করেন, আট ঘন্টার বেশি কাজ করবেনা , আট ঘন্টার বেশি কাজ করলে দিতে হবে অতিরিক্ত পারিশ্রমিক। এই সময় প্রায় ৫ লক্ষ শ্রমিক পথে নামে। ধর্মঘট প্রতিহত করতে   পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় কিছু জন শ্রমিক নিহত হয়।১৮৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ খ্রিস্টাব্দে থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে।  এর পরপরই ১৮৯৪ খ্রিস্টাব্দে মে দিবসের দাঙ্গার ঘটনা ঘটে। পরে, ১৯০৪ খ্রিস্টাব্দে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষ্যে একটি প্রস্তাব গৃহীত হয়।প্রস্তাবে দৈনিক আটঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের (ট্রেড ইউনিয়ন) প্রতি আহ্বান জানানো হয়। সেই সম্মেলনে “শ্রমিকদের হতাহতের সম্ভাবনা না থাকলে বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে মাসের ১ তারিখে 'বাধ্যতামূলকভাবে কাজ না-করার' সিদ্ধান্ত গ্রহণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow