Exclusive News : আদিবাসী দম্পতির মৃত্তিকা সংরক্ষণ, ও বৃক্ষ রোপনের বার্তা : U Bangla TV

Exclusive News : আদিবাসী দম্পতির মৃত্তিকা সংরক্ষণ, ও বৃক্ষ রোপনের বার্তা : U Bangla TV

Feb 3, 2024 - 13:46
 0  4

এবার এক আদিবাসী দম্পতি নিজেদের অদম্য ইচ্ছের জোরে, দীর্ঘ প্রায় আঠারো হাজারেরও বেশি পথ সাইকেলে করে পাড়ি দিয়ে, মৃত্তিকা সংরক্ষণ, ও বৃক্ষ রোপনের বার্তা দিলেন জনে জনে। পৃথিবীজুড়ে বর্তমানে ৫২% মাটি নষ্ট হয়ে গিয়েছে আর সেই মাটি নষ্ট হয়ে যাওয়ার কারণে, বন্ধ্যা জমি হয়ে পড়ায়, তা কৃষিকাজের অনুপযোগী হয়ে পড়ছে। যার ফলে ধীরে ধীরে প্রভাবিত হচ্ছে চাষাবাদ। আর তারই প্রভাব পড়তে চলেছে পৃথিবীজুড়ে। মৃত্তিকার অবস্থা এমনই হয়ে পড়েছে যে, আগামী প্রজন্ম এই মৃত্তিকা সংরক্ষণ না করলে বিনষ্ট হয়ে পড়বে, বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই মৃত্তিকার স্বাস্থ্য দিন প্রতিদিন খারাপ হয়ে পড়ার কারণে দিকে দিকে চাষবাদ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। যে সমস্ত চাষের জমি এক সময় ফসলে ভরে উঠতো, সেই বহু ফসলি জমি আজ অস্বাস্থ্যকর হয়ে পড়ায়, প্রভাবিত হচ্ছে চাষাবাদ। আর তা রুখতে গেলে প্রয়োজন, রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করে, জৈব সারের ব্যাপক ব্যবহার করা। জানা গেছে বেশ কিছু জমিতে বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগের কারণে তার উর্বরতা শক্তি হারিয়ে সে জমি বন্ধ্যা জমিতে পরিণত হয়েছে। একসময় বিশেষজ্ঞদের কাছে এই সমস্ত বিষয়গুলি জানতে পেরে রানীগঞ্জ ও জামুরিয়ার সীমান্তবর্তী এলাকা,কাঁটা গড়িয়ার বসিন্দা, সৌমেন মাড্ডি ও তার স্ত্রী লক্ষী মাড্ডি, এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ময়দানে নামার পরিকল্পনা গ্রহণ করেন। আর সে পরিকল্পনা বাস্তবায়িত করতে তারা গত বছরের ২৬ শে জানুয়ারি, আসানসোলের সুপ্রসিদ্ধ ঘাঘরবুড়ি মন্দির থেকে দুটি সাইকেল নিয়ে তারা এই সচেতনতা প্রচার কর্মসূচি সম্পন্ন করতে পাড়ি দেন ভারতের বিভিন্ন প্রান্তে। আদিবাসী এই দম্পতির বিশেষ উদ্যোগকে লক্ষ্য করে দিকে দিকে বহু সাধারণ মানুষ তাদের সংবর্ধনা জানান, আর তার সাথেই এই মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন বিষয় তাদের কাছে জেনে নেন, কেন মৃত্তিকা সংরক্ষণ প্রয়োজন, সে সম্পর্কে মানুষজনেদের ধারণা তৈরি করতে, তাদের কাছে দীর্ঘ প্রচার চালিয়ে যান। এই দুই দম্পতি অর্থ উপার্জনের জন্য সেলসম্যানের কাজ করলেও, সমাজের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেই কাজ করার ফাঁকেই, তারা আগামী প্রজন্মের সদস্যদের যাতে এই মৃত্তিকা সংরক্ষণের মাধ্যমে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার পরিবেশ তৈরি করে দেওয়া যায়, তারই উদ্যোগ গ্রহণের জন্য প্রচার চালান। ভারতের সব কটি রাজ্যের সাথেই, ছ-টি কেন্দ্রশাসিত অঞ্চলে তারা এই সাইকেলে করে পাড়ি দিয়ে, বিভিন্ন তীর্থক্ষেত্র ঘোরার সাথেই, বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা, মৃত্তিকা ক্ষয় রোধ কিরূপ ভাবে সম্ভব ও মৃত্তিকা সংরক্ষণ কি হবে করা যাবে, সে বিষয়কে হাতে-কলমে প্রতিটি অংশে বুঝিয়ে দেন এই দম্পতি সাইকেল আরোহী। জানা যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন - জল, জমি ও জঙ্গল নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে তারা শুধু মাত্র, এই আদিবাসী সম্প্রদায়ের মধ্যেই সীমিত না থেকে সমগ্র মানবজাতির জন্য যাতে মৃত্তিকা সংরক্ষণ করা যায়, সে বিষয়ে এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। আদিবাসী দম্পতির এই বিশেষ সাইকেল যাত্রার সফর শেষ করে, তাদের এলাকায় ফেরার বিষয় জানতে পেরে শুক্রবার রানীগঞ্জের বিভিন্ন অংশে, এই দুই সাইকেল আরোহী দম্পতিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় । দিকে দিকে রাস্তার মোড়ের মাথায়, তাদের ফুলের মালা পরিয়ে, মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী থেকে শুরু করে, অসংখ্য মহিলা ও যুব সদস্য। তারা এই দম্পতির অদম্য ইচ্ছের বিষয় লক্ষ্য করে স্বভাবতই খুশি, তারা তাদের এই বিশেষ অভিযান কে সাধুবাদ জানিয়েছেন । #exclusivenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow