Entertainment : ‘শার্লক হোমস’- বলিউডে সৃজিতের হাত ধরে : U Bangla TV
Entertainment : ‘শার্লক হোমস’- বলিউডে সৃজিতের হাত ধরে : U Bangla TV
জল্পনা আগেই ছিল। এবার তাতে সিলমোহর। শেষমেশ সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে শার্লক হোমস অবতারে ধরা দিলেন কেকে মেনন । গোয়েন্দা ‘ফেলুদা’কে আগেই ওটিটি প্ল্যাটফর্মে এনেছেন পরিচালক। এবার শার্লকের গোয়েন্দাগিরিকেও ওটিটির ময়দানে ‘শেখর হোম’-এর মাধ্যমে তুলে ধরবেন তিনি। বিগ ফ্রাইডে চমক দিলেন সৃজিত !শার্লক হোমসের অবতারে কেমন দেখাবে কেকে মেননকে? কাস্টিংয়ে মুখ্য ভূমিকায় অভিনেতার নাম শোনার পরই কৌতূহল প্রকাশ করেছিলেন গোয়েন্দা গল্পপ্রেমী দর্শকরা। শেষমেশ শুক্রবার সেই লুক প্রকাশ্যে নিয়ে এলেন পরিচালক। পাজল-এর আকারে ধরা দিল মেননের শার্লক লুক। সৃজিত বলছেন, “আপনারা বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন?” উল্লেখ্য, এই ছবিতে রয়েছেন আরেক বাঙালি অভিনেতা। তিনি কৌশিক সেন। গোটা কাস্টিংয়েই চমক! জানা গিয়েছে, দিব্যেন্দু ভট্টাচার্য, রসিকা দুগ্গাল, রণবীর সোরে, উষা উত্থুপ, মাধবেন্দ্র ঝা-দের দেখা যাবে সৃজিতের ‘শেখর হোম’-এ।জানা গিয়েছে, শার্লকের বন্ধু ওয়াটসনের ভূমিকায় থাকছেন রণবীর শোরে।JANOPRIYO O T T- PLATFROM-YE মুক্তি পাচ্ছে স্যর আর্থার কোনাল ডায়েলের গল্প থেকে অনুপ্রাণিত ছবি ‘শেখর হোম’। কে কে মেননের শার্লক রূপ দেখে যারপরনাই উচ্ছ্বসিত নেটপাড়া। অনেকেই জানিয়েছেন, তাঁরা এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। #sherlockholmes #kkmenon #bollywood #bdlivenews #srijitmukherjee @ubanglatvofficial #bangladesh #newstoday #bollywood #sofia
What's Your Reaction?






