Durgapur : ১০৫ বছরের হারাধন সাহা চলে গেলেন না ফেরার দেশে : U Bangla TV

Durgapur : ১০৫ বছরের হারাধন সাহা চলে গেলেন না ফেরার দেশে : U Bangla TV

Mar 7, 2024 - 16:28
 0  6

দুর্গাপুর : জওহরলাল নেহেরুর সাথে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়া কাঁকসার জঙ্গলমহলের হারাধন সাহা চলে গেলেন না ফেরার দেশে। ভোটার কার্ডে যার বয়স ১০৫ কিন্তু পরিবারের দাবি তাঁর বয়স ১১৫ । ২০১৯ লোকসভা নির্বাচনে নাতি নিত্যানন্দ সাহাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গিয়েছিলেন নির্বাচন কেন্দ্রে। ২০২১ বিধানসভা নির্বাচনে নির্বাচন কেন্দ্রে যেতে না পারলেও বাড়িতে পোস্টাল ব্যালটে দিয়েছিলেন ভোট। ২০২৩ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আবার লাঠি হাতেই ভোট দিতে পৌঁছে গিয়েছিলেন নির্বাচন কেন্দ্রে। আবার দোরগোড়ায় আরেকটি লোকসভা নির্বাচন। জেলার মানুষ ভেবেছিলেন এবারেও লোকসভা নির্বাচনের সাক্ষী থাকবেন তিনি। হটাৎ কয়েক মাস ধরে বার্ধক্য জনিত সমস্যা বাড়তে থাকে তাঁর। বুধবার সন্ধ্যা ৭টা ৫মিনেটে কাঁকসার জঙ্গলমহলের সরস্বতী গঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হারাধন সাহা। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সবাই। শোনা যায় ব্রিটিশদের সাথে লড়াই করতে এসেছিলেন জহরলাল নেহেরুরা। 'বন্দে মাতরম' ধ্বনি দিয়ে তাঁদের লড়াইয়ের সঙ্গীও হয়েছিলেন তিনি। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হারাধন সাহাকে শেষ শ্রদ্ধা জানাতে সরস্বতী গঞ্জের বাড়িতে পৌঁছালেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় এবং মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান। মালা দিয়ে শ্রদ্ধা জানালেন তারা। এই খবর ছড়িয়ে পড়তে কাকসার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমান। মন খারাপ গোটা জঙ্গলমহলবাসীর । এরপরেই মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হল জয়দেবের কদমখন্ডির ঘাটে। মন্ত্রি প্রদীপ মজুমদার বলেন,"ওনার মত একজন মানুষ ছেড়ে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সচ্ছ জীবন যাপন করতেন তিনি। এলাকার মানুষের বিপদেও ঝাঁপিয়ে পড়তেন। ওনার আত্মার চির শান্তি কামনা করেন তিনি । আক্ষেপের সুরে নাতি নিত্যানন্দ সাহা বলেন,"দাদু তাকে খুব ভালোবাসতেন। দাদুকে ছাড়া তারও এক মুহূর্ত চলতো না। তার দিনের শুরুটাই হতো দাদুর সাথে গল্প দিয়ে। এভাবে দাদু তাদের ছেড়ে চলে যাওয়ায় নিজেকে বড় একা লাগছে বলেও জানান।" তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,"হারাধন সাহার পরিবারের সাথে তাদের ভালো সম্পর্ক।।ওনার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক বলেই জানান তিনি । #durgapur #durgapurnews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow