Durgapur : দীর্ঘ প্রতীক্ষার অবসান |

Durgapur : দীর্ঘ প্রতীক্ষার অবসান |

Jun 17, 2023 - 18:25
 0  40

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সপ্তাহান্তে শনিবার দুপুরের পর ঝড় বৃষ্টি নামে শহর দুর্গাপুর জুড়ে। সঙ্গে চলতে থাকে বজ্রপাত। এর মধ্যেই অঙ্গপুর শিল্প তালুক যাওয়ার রাস্তায় ভেঙে পড়ে একটি বিদ্যুৎবাহী তারের খুঁটি। বিদ্যুৎবাহী তাদের খুটিটি ভেঙে পড়েছে একটি ডাম্পারের ওপর। যদিও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে। বিদ্যুতের তার ডাম্পার এর উপর পড়ে যাওয়ায়, দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে মাল বোঝাই গাড়িটি। ব্যাহত হয় যান চলাচল। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে ছিঁড়ে যাওয়া তারটি সরানোর কাজে হাত লাগান। #newstoday #newsvideo #current_affairs #durgapur_news  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow