Dooars : চা বলয়ে সিপিএমে যোগদান ৭০ টি পরিবারের |
Dooars : চা বলয়ে সিপিএমে যোগদান ৭০ টি পরিবারের |
ডুয়ার্সের চা বলয়ে সিপিএমে যোগদান করলো প্রায় ৭০ টি পরিবার। ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মুন্সি ধুরা এলাকার ঘটনা। বুধবার বিকেলে যোগদানকারীরা লাল পতাকা হাতে তুলে নেন। সেইসাথে এলাকার সিপিএমের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করারও অঙ্গীকারবদ্ধ হন তারা। জানা যায়, মুন্সি ধূরা এলাকার সক্রিয় তৃণমূল কর্মী মোসতু রহমানের স্ত্রী মৌসুমী পারভীনকে এবার ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে টিকিট দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তৃণমূল অন্য এক মহিলাকে টিকিট দেয়। এর জেরেই ক্ষুব্ধ হয়ে পড়েন ওই এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপর তারা সকলে মিলে সিপিএমে যোগদান করেন। এদিন উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার মেটেলি থানা সম্পাদক তথা সিপিআইএমের জেলা পরিষদের প্রার্থী মোস্তাফিজুর রহমান, বীরেন্দ্রনাথ রায়,রুনু ওরাওঁ, আশীষ রায় সহ অনেকে। #newstoday #newsvideo #current_affairs #dooars @ubanglatvofficial
What's Your Reaction?