Dinajpur : গভীর রাতে হাতির হানা, ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয় এলাকার বেশ কিছু বাড়ি : U Bangla TV

Dinajpur : গভীর রাতে হাতির হানা, ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয় এলাকার বেশ কিছু বাড়ি : U Bangla TV

Feb 3, 2024 - 17:28
 0  5

গভীর রাতে হাতির হানা, ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর সহ এলাকার বেশ কয়েকটি বাড়ি। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের ললিতা বাড়ি এলাকায়। একটি হাতির তান্ডবে শিকারপুর ননিতা পাড়া প্রাইমারি স্কুলের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়। তার পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে হাতি তান্ডব চালায় । অল্পের জন্য প্রানে রক্ষা পান পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, রাত প্রায় আড়াইটা নাগাত একটি দাঁতাল হাতি গ্রামের একটি বাড়িতে ঢুকে তান্ডব চালায়। ওই গ্রামের সুশান্ত রায়ের পরিবারের সদস্যরা দুটি ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘড় ভাঙ্গার আওয়াজ শুনে তাদের ঘুম ভেঙ্গে যায়। তখন বুঝতে পারে বাড়িতে হাতি ঢুকেছে। তারা কোনরকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচে। কিন্তু দুটি ঘর, খাট ও আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ফেলে। এছাড়া ঘরে থাকা চাল-ডাল সহ খাদ্য সামগ্রী খেয়ে লন্ডভন্ড করে ফেলে। অনেকক্ষণ এভাবে তান্ডব চালানোর পর হাতিটি বৈকুন্দপুর জঙ্গলে ফিরে যায়। এই ঘটনায় দিনমজুর পরিবার দিশেহারা হয়ে পড়েছে। বনদপ্তরের অফিসাররা এসে ঘটনা তদন্তের পাশাপাশি পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন। #dinajpur #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow