Darjeeling : সেতুটি ভেসে যাওয়ার পর দুটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে |
Darjeeling : সেতুটি ভেসে যাওয়ার পর দুটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে |
প্রবল বর্ষণে এবং নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হওয়ায় সেতু ভেসে দার্জিলিং জেলার শেষ সীমান্তের গ্রাম গোর্খে এবং সামান্দেন দেশের অন্যান্য স্থানের সাথে পুরোপুরি ভাবে বিচ্ছিন্ন হয়।জানা গেছে,দার্জিলিং জেলার গোর্খে ও সামান্দেনের পাশবর্তি এলাকাগুলো গতকাল বিকেল থেকে অবিরাম বৃষ্টির কারণে দেশের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সারারাতা প্রবল বৃষীপাতের কারণে গোর্খে ও সামান্দেনকে সংযোগকারী গোর্খে নদীর ওপর নির্মিত সেতুটি ভেসে যাওয়ার পর দুটি গ্রাম একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।যেভাবে রামাম নদীতে সেতু নির্মাণ করা হয়েছিল ঠিক সেভাবেই এই সেতুটি নির্মাণ করা হয়।এই অঞ্চলকে সিকিমের সাথে যুক্ত করা জন্যই এই সেতুটি নির্মিত হয় কিছুদিন আগেই #newstoday #newsvideo #current_affairs #darjeeling @ubanglatvofficial
What's Your Reaction?