Darjeeling :ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দার্জিলিংয়ের জাতীয় অর্কিড গবেষণাকেন্দ্র : U Bangla TV
Darjeeling :ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দার্জিলিংয়ের জাতীয় অর্কিড গবেষণাকেন্দ্র : U Bangla TV
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দার্জিলিংয়ের লালকুঠির কাছে ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড বাংলোয়। মঙ্গলবার সকালে এই বাংলোর দ্বিতল ভবনে আগুন লাগে। আগুনে গবেষণাকেন্দ্রে থাকা দামি রেফ্রিজারেটার থেকে শুরু করে প্রায় ২০-২২টি বাতানুকূল মেশিন, প্রচুর গবেষণা পত্র এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ভবনটির অধিকাংশই পুড়ে গিয়েছে। জানা গিয়েছে, এদিন সকালে বিদ্যুতের মিটার বক্সের পিছনে আগুন জ্বলতে দেখা যায়। সেই আগুন মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করে। দ্রুত আগুন গোটা গবেষণাকেন্দ্রে ছড়িয়ে পড়ে। আর সেই আগুনেনলক্ষ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। #darjeeling #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?