Darjeeling : টহলদারি জওয়ানদের হাতে আটক হন রাশিয়ান ব্যক্তি : U Bangla TV
Darjeeling : টহলদারি জওয়ানদের হাতে আটক হন রাশিয়ান ব্যক্তি : U Bangla TV
দার্জিলিং: অবৈধভাবে সীমান্ত পারাপার করতে গিয়ে রাশিয়ার এক নাগরিক গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন বাজারু ছাট লাগোয়া ভারত নেপাল সীমান্ত এলাকার ঘটনা। অভিযোগ অবৈধভাবে এই এলাকা দিয়ে সীমান্ত পারাপার করতে গিয়ে সীমান্তে টহলদারি জওয়ানদের হাতে আটক হন রাশিয়ান ব্যক্তি। ধৃতের নাম পাভেল আলেকজেন্ডব (৩৮)। ধৃত ব্যক্তি রাশিয়ার বাসিন্দা। জানা গিয়েছে, শনিবার মেচি নদী হয়ে নেপাল থেকে ভারতে আসার চেষ্টা করছিল রাশিয়ান নাগরিক । সেই সময় সীমান্ত এসএসবি ৪১নং ব্যাটালিয়ানের টহলদারি জওয়ানদের সন্দেহ হত্তয়ায় সেই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ধৃত ব্যক্তি রাশিয়ান। ধৃত জিজ্ঞাসাবাদে এসএসবি জওয়ানদের জানায় সে ভারতের ইসকনে যাবেন। ধৃতের কাছ থেকে রাশিয়ার নাগরিকত্ব উদ্ধার করে এসএসবি। ধৃত বৈধ ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে বলে অভিযোগ। ধৃতকে পরে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃত রাশিয়ান ব্যক্তিকে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ধৃতকে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ। #darjeeling #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?