Dakshin Dinajpur : ইতিহাস প্রসিদ্ধ গঙ্গারামপুরে এলেন প্রাক্তন মুখ্য সচিব

Dakshin Dinajpur : ইতিহাস প্রসিদ্ধ গঙ্গারামপুরে এলেন প্রাক্তন মুখ্য সচিব

Jul 25, 2023 - 18:39
Jul 26, 2023 - 15:08
 0  3

ইতিহাস প্রসিদ্ধ গঙ্গারামপুরে এলেন প্রাক্তন মুখ্য সচিব তথা রাজ্য হেরিটেজ কমিশনারের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়। ইতিহাস প্রসিদ্ধ বাণগড়, বক্তিয়ার খিলজির সমাধি এবং আতাশাহের দরগা পরিদর্শন করলেন এদিন। সোমবার বিকেল নাগাদ গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। এই পরিদর্শনে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, মহকুমা শাসক পি. প্রমোদ, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল, ইতিহাস গবেষক ডঃ সমিত ঘোষ, বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।

এদিন প্রাক্তন মুখ্য সচিব তথা রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় বক্তিয়ার খিলজী সমাধি, বাণগড়,আতাশাহের দরগা ঊষা অনিরুদ্ধের বিবাহের পাথরের কলাগাছ, পরিদর্শন করেন এবং প্রতিটি স্থানের ধর্মীয় এবং ঐতিহাসিক তাৎপর সম্পর্কে খোঁজ খবর নেন।প্রতিটি ইতিহাস বিজড়িত স্থান সম্পর্কে বিশদে ব্যাখ্যা করেন ইতিহাস গবেষক ড.সমিত ঘোষ ও সুকুমার সরকার। পাশাপাশি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বানগড় নিয়ে কথা বলেন।
তবে এই পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করতে চাননি আলাপন বাবু। #southdinajpur #kolkatanews #newstoday #newslive #banglanews #westbengalnews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow