Coochbehar | সাইকেল যাত্রা মধ্য দিয়ে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করল জয়ন্ত বর্মন | U Bangla TV
Coochbehar | সাইকেল যাত্রা মধ্য দিয়ে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করল জয়ন্ত বর্মন | U Bangla TV
বাঙালিরা কেন এত অসুস্থ । এখানকার চিকিৎসার ব্যবস্থা খারাপ নাকি স্বাস্থ্য সচেতনতার অভাব । এই বিষয় কে সামনে রেখে সুস্থ ভারতবাসী, সুস্থ বাঙালি, সুস্থ রাজবংশী বার্তা নিয়ে ব্যাঙ্গালোর থেকে কোচবিহার পর্যন্ত সাইকেল যাত্রা মধ্য দিয়ে বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করল কোচবিহারের জয়ন্ত বর্মন। কোচবিহার সাহেবেরহাট এলাকায় জয়ন্ত বর্মনের বাড়ি । দীর্ঘ সাড়ে চার বছর ধরে সে ব্যাঙ্গালোরে কাজ করে । ব্যাঙ্গালোরে কাজ করার সময় সেখানকার বিভিন্ন হাসপাতালে দেখতে পারে যে অধিকাংশ রাই বাঙালি চিকিৎসা করাতে আসছে। তারপরেই সে চিন্তা ভাবনা করে সে কেন বাঙালিরা এত অসুস্থ হয়ে পড়ছে। কোথায় সমস্যা রয়েছে এখানকার চিকিৎসা ব্যবস্থা নাকি স্বাস্থ্য সচেতনতার উপর। যার উত্তর খুঁজতেই তার এই সাইকেল যাত্রা সিদ্ধান্ত নেয় সে। ৩৩ দিন আগে সে ব্যাঙ্গালোর থেকে কোচবিহার উদ্দেশ্যে রওনা দেয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহারের কিছুটা অংশ বাংলার সমস্ত জেলা ঘুরে আজ কোচবিহারে এসে পৌঁছায়। কোচবিহারে এসে পৌঁছানোর পর তাকে সম্বর্ধনা জানার স্থানীয় মানুষেরা। জয়ন্ত জানান, ব্যাঙ্গালোরে কাজ করার সময় দেখেছি সেখানকার মানুষ কিভাবে থাকে। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখেছি সেখানে বেশিরভাগ বাঙালিরাই চিকিৎসা করাতে যাচ্ছে। আরো অন্যান্য রাজ্যগুলি রয়েছে সেখান থেকে সেভাবে মানুষের দেখা মেলে না ।সেখান থেকেই মনের মধ্যে প্রশ্ন আসে আমাদের রাজ্যের চিকিৎসা ব্যবস্থা খারাপ নাকি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দরকার। তাই আমার এই সিদ্ধান্ত। সুস্থ ভারত সুস্থ বাঙ্গালীর সুস্থ রাজবংশী বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতে এই সাইকেল যাত্রা করা। জয়ন্ত-র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচবিহারের মানুষও
What's Your Reaction?