Cooch Behar : "ওরা গুন্ডামি করতে আসলে, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও"
Cooch Behar : "ওরা গুন্ডামি করতে আসলে, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও"
এভাবেই কোচবিহার জেলার মা-বোনদের বলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার জেলায় প্রথম পঞ্চায়েত ভোট প্রচার শুরু করেন তৃণমূল সুপ্রিমো।এদিন কোচবিহার এক নং ব্লকের চান্দামারী প্রাণনাথ স্কুলের সভামঞ্চ থেকে প্রচার শুরু করেন তিনি।
প্রচারের শুরুতেই উত্তরবঙ্গের কোচবিহার জেলার এই সভা মঞ্চ থেকে বিএসএফকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"বিএসএফদের ভয় পাবেন না। ওরা সীমান্তে পাহারা দেবার নাম করে স্থানীয় বাসিন্দাদের ভয় দেখাচ্ছে। ওদের উপর অত্যাচার করছে। আমি পুলিশকে বলে দিয়েছি একটা গুলি চললেও কেউ যেন পার না পায়। সঙ্গে সঙ্গে এফআইআর করুন। আর আপনাদেরকেউ বলছি বিএসএফদের ভয় না পেয়ে আপনারা পুলিশে অভিযোগ জানান"।
এদিন বিএসএফের গুলিতে নিহত পরিবারকে সঙ্গে নিয়ে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন যে, "পুলিশকে বলে দিয়েছি এই পরিবারগুলোর খেয়াল রাখতে। তাদের নিরাপত্তার দিকটিও সবসময় দেখে রাখতে। মনে রাখবেন রাজ্যের ভেতরকার আইনশৃঙ্খলা রাজ্যের অভ্যন্তরীণ বিষয় এতে বাইরের কেউ হস্তক্ষেপ করতে পারেনা"।সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, "কাজের জন্য রাজ্যের বাইরে কাউকে যেতে হবে না। এই রাজ্যে প্রচুর কর্মসংস্থান তৈরি করা হচ্ছে এবং মা-বোনদের উদ্দেশ্য তিনি বলেন আপনারা সজাগ থাকুন কোথাও কেউ কোন ঝামেলা করতে আসলে হাতা খুন্তি নিয়ে তাদের তাড়িয়ে দেবেন। যুবকেরা আপনাদের পেছনে থাকবে এবং বয়স্করা আপনাদের বুদ্ধি দেবে"। #newstoday #newsvideo #current_affairs #coochbehar_news @ubanglatvofficial
What's Your Reaction?