Burdwan : পূর্ব বর্ধমানের একলক্ষ্মী এলাকায় নীল রাস্তা তৈরি হলো

Burdwan : পূর্ব বর্ধমানের একলক্ষ্মী এলাকায় নীল রাস্তা তৈরি হলো

May 29, 2023 - 17:44
 0  6

পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর  ব্লকের  উচালন অঞ্চলের একলক্ষ্মী এলাকায় নীল রাস্তা তৈরি হলো ,বিশ্বব্যাপী উষ্ণায়ন হ্রাসের জন্য  জেলার রায়না -২ নম্বর  ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েতের এক অভিনব ও ক্ষুদ্র প্রয়াস একলক্ষ্মী টোল প্লাজা থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত ৩২০ মিটার বর্জ্য প্লাষ্টিক মিশ্রিত নীল রাস্তা তৈরি হল। প্রায় ২২ লক্ষ ৯৪ হাজার টাকায় তৈরি হয়েছে এই রাস্তাটি। অন্যান্য রাস্তার থেকে আলাদা এই রাস্তা। এই নীল রাস্তা ২ গুণ টেকসই। নীল রাস্তা তৈরি হওয়ার ফলে পিচ গরম কম হবে গলবে কম, দূষণ কম হবে, জল জমার প্রবণতা কম থাকবে। পঞ্চায়েতীরাজ ব্যাবস্থাপনায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এটাই প্রথম বলে মনে করা হচ্ছে। দুবাইয়ে যেহেতু তাপমাত্রা প্রচণ্ড বেশি সেইজন্য রাস্তার উপরে ব্লু কোটিং দেওয়া হয় সেই থেকেই অনুপ্রেরণা। এমনটাই জানান রুরাল ইঞ্জিনিয়ারিং মেন্টর রাকেশ কুমার ধারা। রাজ্য অর্থ কমিশন এর ১৪ লক্ষ ১৫ হাজার টাকা আর নিজস্ব তহবিলের (OWN FUND) ৮ লক্ষ টাকা দিয়েই তৈরি হয়েছে এই রাস্তা। কার্যত এই নীল রঙের রাস্তা দেখে খুশি রায়না ব্লকের গ্রামবাসীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow