Burdwan : কংক্রিটের ড্রেন নির্মাণে নিম্নমানের কাঁচামাল ব্যবহারে ক্ষিপ্ত গ্রামবাসী

Burdwan : কংক্রিটের ড্রেন নির্মাণে নিম্নমানের কাঁচামাল ব্যবহারে ক্ষিপ্ত গ্রামবাসী

May 22, 2023 - 16:53
 0  4

ঠিকাদারের কাজের বিরুদ্ধে অভিযোগ জানালে গ্রামবাসীদের সাথে বচসা গ্রাম পঞ্চায়েত সদস্যের ও সদস্যের অনুগামীদের। ঘটনাটি ঘটে মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শোভনা গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ শোভনা গ্রামে একটি পাকা কংক্রিটের ড্রেন নির্মাণের কাজ চলছে এবং সেখানে নির্দিষ্ট বরাদ্দ অনুযায়ী ব্যবহৃত হচ্ছে না কাঁচামাল। এমনকি বরাদ্দে যে পরিমাণ মাটি কাটার কথা উল্লেখ আছে সেই পরিমাণ মাটি কাটাও হয়নি। এরপর গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেয় এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য আনন্দ হাঁসদার কাছে জানতে চাইলে বা কাজের সিডিউল চাইলে পঞ্চায়েত সদস্যের সাথে বচসা শুরু হয়। সেই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে শোভনা গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ এবং গ্রামবাসীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে ঠিকাদার। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow