Birbhum : পুলিশই মোটা টাকা নিয়ে 'পাশ' করিয়ে দিচ্ছে ওভারলোড বালি বোঝাই লরি : U Bangla TV

Birbhum : পুলিশই মোটা টাকা নিয়ে 'পাশ' করিয়ে দিচ্ছে ওভারলোড বালি বোঝাই লরি : U Bangla TV

Jan 12, 2024 - 19:01
 0  5

রাজ্য জুড়ে পণ্যবাহী ওভারলোড যানবাহন চলাচল রুখতে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পুলিশই মোটা টাকা নিয়ে 'পাশ' করিয়ে দিচ্ছে ওভারলোড বালি বোঝাই লরি। শুধু রাতের অন্ধকার নয়, প্রকাশ্য দিনের আলোতেও বীরভূমের বিভিন্ন রাস্তায় চলছে বালি বোঝাই ওভারলোড লরি। বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় মাস চারেক আগে বীরভূমের রাজ্য ও জাতীয় সড়কের উপর কোন পুলিশের গাড়ি থাকবে না বলে নির্দেশ দিয়েছিলেন। তার পরেও বীরভূমের রাজ্য ও জাতীয় সড়কের উপর বিভিন্ন এলাকায় পুলিশের ভ্যান দাঁড়িয়ে থাকছে। আর সেই ভ্যানে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা বালি ও পাথর বোঝাই ওভারলোড লরি থেকে মোটা টাকা আদায় করছে। বীরভূমের উপর দিয়ে বয়ে চলেছে ১৪ নম্বর জাতীয় সড়ক। সেই জাতীয় সড়কের উপর পরে সিউড়ি, মহম্মদবাজার, মল্লারপুর, মাড়গ্রাম ও নলহাটি থানা। বীরভূমের প্রতিটা থানা এলাকায় জাতীয়সড়কের ধারে দাঁড়িয়ে থাকছে পুলিশের ভ্যান। জাতীয় সড়কের উপর দিয়ে ওভারলোড বালি ও পাথর বোঝাই একেকটি লরি থেকে এক হাজার টাকা করে তোলা আদায় করছে পুলিশ কর্মীরা। মল্লারপুর থানার ঢিলছোঁড়া দূরত্বে শীতের রাতে রীতিমতো কাঠের আগুন জ্বালিয়ে পুলিশ ভ্যান নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ কর্মীরা , গাড়ির সামনে টর্চ লাইট দেখাতেই একের পর এক বালি ও পাথর বোঝাই লরি দাঁড়িয়ে পড়ছে। লরি থেকে পুলিশকে দেওয়া হচ্ছে এক হাজার টাকা। বাদ যাচ্ছে না আন্ডারলোড লরি গুলিও। তাদের কাছ থেকে একশো টাকা করে তোলার টাকা নেওয়া হচ্ছে। সিউড়ি থেকে বালি বোঝাই করে মোড়গ্রাম পর্যন্ত একটি বালি বোঝাই লরির চালককে পুলিশকে দিতে হচ্ছে পাঁচটি থানায় পাঁচ হাজার টাকা। পুলিশের সেই তোলার টাকা বহন করতে হচ্ছে বালির সাধারণ ক্রেতাদেরকেই। এদিকে রাস্তা ভেঙ্গে যাওয়া ও পথ দূর্ঘটনা এড়াতে ওভারলোড লরি চলাচল বন্ধ করতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টাকা নিয়ে ওভারলোড লরি পাশ করাচ্ছে পুলিশ। #birbhum #birbhumnews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow