Birbhum : পুন্য স্নানের মধ্য দিয়ে শুরু হল জয়দেব মেলা ২০২৪ : U Bangla TV
Birbhum : পুন্য স্নানের মধ্য দিয়ে শুরু হল জয়দেব মেলা ২০২৪ : U Bangla TV
আজ সোমবার রাত ১২টা ১৩ মিনিট থেকে শুরু হয়েছে শাহি স্নান বা মকর স্নানের যোগ। চলবে পরদিন মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত। ১৫ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত এই জয়দেব কেন্দুলি মকর সংক্রান্তি মেলা থাকবে বলে জানা যায়। ইতিমধ্যে বীরভূমের এই জয়দেব মেলায় আনুমানিক ৩-৪ লক্ষ পুণ্যার্থী এসেছেনবলে জানা যায়। মকর স্নানকে কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার দিকে বীরভূম জেলা পুলিশের কঠোর নজরদারিতে চলছে জয়দেব মকর সংক্রান্তি স্নান।ঘন কুয়াশা এবং তীব্র শৈত্যপ্রবাহ কে উপেক্ষা করে পুণ্যার্থীরা পুণ্যস্নান করেছেন অজয় নদে। ভক্তদের স্নানের জন্য সব রকমের সুব্যবস্থা করেছে বীরভূম জেলা প্রশাসন।স্নান সেরে পুন্যার্থীরা পুজো দেন রাধাবিনোদের মন্দিরে। যা এখন "জয়দেব মন্দির" নামে খ্যাত। আজ থেকে ৩৪১ বছর পূর্বে ১৬৮৩ খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর বর্তমান এই মন্দির নির্মাণ করেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া,এখন রক্ষণাবেক্ষণের দায়িত্বে।তৎকালীন পুরোনো ঐতিহ্য ধরে রাখার কারণে সংস্কার হয়নি আজও।কথিত আছে বর্তমান মন্দিরটি জয়দেবের আবাসস্থলে প্রতিষ্ঠিত।। #birbhum #birbhumnews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?