Bardhaman : বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে এসে বিক্ষোভের সম্মুখীন হলেন রাজ্যপাল : U Bangla TV
Bardhaman : বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে এসে বিক্ষোভের সম্মুখীন হলেন রাজ্যপাল : U Bangla TV
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে এসে বিক্ষোভের সম্মুখীন হলেন রাজ্যপাল। পরিদর্শনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম হলে একটি অনুষ্টানের আয়োজন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে ঢোকার মুখে কালোপতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা।এরপর সাংবাদিক সম্মেলনে তিনি যা বলেন,আমি আপনাদের এখানে এসে খুশি। বিকশিত ভারত কর্মসুচির জন্য এখানে এসেছি। বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি তাকে কালো পতাকা দেখানো নিয়ে বলেন আমি এখানে সংঘাতের জন্য আসিনি। সমাধানের জন্য এসেছি। একটা বাংলা মডেল তৈরি করা হয়েছে ইস্যুগুলিকে আলোচনার জন্য। বাংলার বিশ্ববিদ্যালয় গুলিকে কেন্দ্র করে একটি এডুকেশন হাব তৈরির সম্ভাবনা আছে।এই বিকশিত ভারত ক্যাম্পেন শুরু করার জন্যই এখানে আসা।সবা জায়গায় আমি এজন্য যাচ্ছি। আজ উপাচার্যের এখানে না থাকা নিয়ে তিনি জানান ; উপাচার্য কারণ জানিয়েছেন। তিনি ছুটিতে আছেন। তবে যেভাবে কর্মসূচি হয়েছে তাতে আমি সন্তুষ্ট। #bardhaman #bardhamannews #cvanandbose #newstoday #breakingnews @ubanglatvofficial
What's Your Reaction?