Bardhaman : বর্ধমানে এসে পৌঁছাল দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুরু হবে রুট মার্চ : U Bangla TV

Bardhaman : বর্ধমানে এসে পৌঁছাল দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুরু হবে রুট মার্চ : U Bangla TV

Mar 2, 2024 - 18:36
 0  13

লোকসভা ভোটের নির্ঘণ্ট এখন ঘোষণার অপেক্ষা। ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে নির্বাচন কমিশনের তরফেও তত্‍পরতা তুঙ্গে। কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পা রাখছে বাংলায়। আর এরই মধ্যে কমিশনের টিম পশ্চিমবঙ্গে আসার আগেই বাংলায় এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। মূলত বর্ধমান, কাটোয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। বাহিনী এসেই প্রথমে নির্দিষ্ট থানায় রিপোর্ট করে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী ক্ষেত্রে রুট মার্চ করা শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। এদিন পূর্ব বর্ধমান জেলায় এসে পৌঁছেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারমধ্যে এক কোম্পানি কাটোয়া-কালনার জন্য, আরেক কোম্পানি বর্ধমান সদরের জন্য। শুক্রবার রাতে বর্ধমান শহরের গোলাপবাগ “ইন্টার ন্যাশনাল গেস্ট হাউসে” এসে পৌঁছায় বাহিনী। এই বাহিনীর মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, দুইজন অফিসার সহ ৯০জন সেনা জোয়ান রয়েছে। সূত্রের খবর, রাজ্যের প্রতি জেলায় অন্তত ৫ কোম্পানি করে বাহিনী রাখতে চাইছে কমিশন। তবে কিছু জেলায় কম সংখ্যক কোম্পানি থাকতে পারে। এই কেন্দ্রীয় বাহিনী থাকবে জেলার পুলিশ সুপারের অধীনে। ভোটের আগে ভোটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে এই কেন্দ্রীয় বাহিনীর ফোর্স মোতায়েন করা হচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। #bardhamannews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow