Bardhaman : একই নামে একই আসনে বিজেপি তৃণমূল প্রার্থী
Bardhaman : একই নামে একই আসনে বিজেপি তৃণমূল প্রার্থী
এক নামের বিভ্রাট।বর্ধমান ১ ব্লকের ৩৩নম্বর জেলা পরিষদের আসনে তৃনমূল ও বিজেপির দুই প্রার্থীর একই নাম মনিকা বাগ। তৃণমূলের হয়ে এই আসনে প্রার্থী হয়েছেন মনিকা বাগ। আবার এই একই আসনে বিজেপির প্রার্থীর নামও মনিকা বাগ। একই সাথে একই নামের পোষ্টার ব্যানার ফেস্টুন তৃণমূল ও বিজেপিতে দেখা গেলো ক্ষেতিয়া গ্ৰাম পঞ্চায়েত ও কুড়মুন এলাকায়। স্বাভাবিকভাবেই দুটি দলের প্রার্থী থেকে কর্মীরা কার্যত পড়েছেন বিড়ম্বনায়।তাঁরা জানাচ্ছেন যারা তৃণমূলকে ভোটটা দেবেন, তারা যাতে এক নামে বিভ্রান্ত না হয়ে পড়েন সে জন্যই এলাকায় অনেক বেশী করে প্রচারে জোর দিয়েছি।মা মাটি মানুষের সরকার যা উন্নতি করেছি ভোটে আমরাই জিতবো মানুষ আমাদের পক্ষেই আছে বলে আশাবাদী তৃণমূল প্রার্থী মনিকা বাগের। অন্য দিকে বিজেপি নেতৃত্বের দাবি এলাকার লোকেরা অনুন্নয়ণের প্রশ্নে আমাদের প্রার্থী মনিকা বাগ কে ভোট দেবেন। নাম কাকতালীয়ভাবে এক হয়ে গিয়েছে। তাতে কিছু হেরফের হবে না। ভোটেও প্রভাব পড়বে না। মানুষ তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আমাদের প্রার্থীকেই ভোট দেবেন #breakingnews #newstoday #bardhaman #westbengal #panchayatelection #tmc #bjp #banglanews #today_breaking_news #newslive @ubanglatvofficial
What's Your Reaction?