Bardhaman : রাইস মিলারদের বিরুদ্ধে পথে নামলেন এলাকার কৃষকদের একাংশ : U Bangla TV
Bardhaman : রাইস মিলারদের বিরুদ্ধে পথে নামলেন এলাকার কৃষকদের একাংশ : U Bangla TV
রাইস মিলারদের বিরুদ্ধে পথে নামলেন এলাকার কৃষকদের একাংশ। এলাকার একাধিক রাইস মিলের গেটে তালা লাগিয়ে প্রতিবাদে সরব হয় কৃষকরা। এমনকি কৃষকদের পক্ষ থেকে রাস্তা অবরোধও করা হয়। অবশেষে প্রশাসনিক আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা ।পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের মোগোলমারি - বোঁয়াইচন্ডী রোড এর উপর শংকরপুর ও তোরকোনা এলাকার ঘটনা।জানা গেছে শংকরপুর ও তোরকোনা এলাকার রাইস মিলের পচা জল কৃষি জমিতে পড়ায় বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হয়েছে। ফসল নষ্ট হওয়ার খোবেই পথে নেমে আন্দোলনে সমবেত হয় এলাকার কৃষকরা।অভিযোগ রাইস মিলের জল নিকাশের যে নয়ানজুলি তা দীর্ঘদিন যাবত কোন রকম সংস্কার করেনি রাইস মিল কর্তৃপক্ষ। মশা-মাছি উপদ্রব বাড়ার পাশাপাশি কচুরিপানা এবং রাইস মিলের অন্যান্য আবর্জনায় ভর্তি হয়ে যাওয়ার কারণে নয়ানজুলি উপচে ওই নোংরা জল কৃষি জমিতে প্রবেশ করে বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হচ্ছে।কৃষকদের আরো অভিযোগ রাইস মিলের পচা জলের দরুন ধান নষ্ট বহু বছর যাবত হয়ে আসছে । প্রশাসন এর দৃষ্টি আকর্ষন করেও কোনো রকম সুরাহা মেলেনি। রাইস মিলের পচা জল যন্ত্রণার পাশাপাশি মিলের ছাই উড়ে ধানের ফলনেও ব্যাঘাত ঘটায়। এবং ছাই ওড়ার কারণে ওই এলাকায় কৃষি কাজ করার জন্য মেলেনা কৃষি শ্রমিকও । ফলে চরম সমস্যা তে পড়তে হয় স্থানীয় এলাকার চাষীদের। শনিবার এলাকার চাষিরা একত্রিত হয়ে পথ অবরোধ এবং একাধিক রাইসমিলের গেটে তালা লাগিয়ে আন্দোলনের সামিল হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা এবং কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের প্রধান।জানা যায় সমস্যার সমাধানের জন্য আজ রবিবার প্রসাশনের পক্ষ থেকে রাইস মিল কর্তৃপক্ষ এবং কৃষকদের নিয়ে সমাধান সূত্র বের করার উদ্দেশ্যে তোরকোনা এলাকায় একটি জরুরি বৈঠক করা হবে। #bardhaman #bardhamannews #westbengal #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?