Bardhaman :বন্ধ রেশন দোকান শিল্পাঞ্চলেও আছড়ে পড়ল রেশন ডিলারদের ধর্মঘট : U Bangla TV
Bardhaman :বন্ধ রেশন দোকান শিল্পাঞ্চলেও আছড়ে পড়ল রেশন ডিলারদের ধর্মঘট : U Bangla TV
পিডিএস কন্ট্রোলারের নামে মানসিক অত্যাচার করা হচ্ছে, ই- পশ মেশিনে ভুয়ো স্টক দেখানোর অভিযোগ তুলে এবং মাসিক ৫০ হাজার টাকা ন্যূনতম আয় নিশ্চিতের দাবি তুলে চলছে ব্যাক্তি মালিকানাধীন রেশন ডিলারদের ধর্মঘট। দুর্গাপুরেও রেশন ধর্মঘটের জেরে বন্ধ বহু রেশন দোকান। দুর্গাপুরের সিটি সেন্টারে রেশন দোকানের সামনে আন্দোলনে সামিল হয়ে অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান শাখা সংগঠনের সাধারণ সম্পাদক তনয় কুমার মন্ডল অভিযোগ তোলেন "তাঁদের উপর অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। পিডিএস কন্ট্রোলারের নামে মানসিক অত্যাচার করা হচ্ছে, ওজন যন্ত্রের সঙ্গে ই-পস মেশিন জুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু সমগ্র বরাদ্দ খাদ্য সামগ্রী আসছে না রেশন দোকানে। সেই খাদ্য সামগ্রী গ্রাহকদের দিতে গিয়ে কমিশন পাওয়া তো দূরের কথা ডিলারদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। যতক্ষণ না পর্যন্ত সমস্যার সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত ধর্মঘট চলবে বলেও সাফ জানান।" রেশন ডিলারদের আন্দোলনের জেরে সমস্যার মুখে গ্রাহকরা। #bardhaman #newstoday #bardhamannews #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?