Bardhaman : পঞ্চায়েত নির্বাচনের পরও কেন্দ্রীয় বাহিনীর টহল বর্ধমানের আলমপুরে
Bardhaman : পঞ্চায়েত নির্বাচনের পরও কেন্দ্রীয় বাহিনীর টহল বর্ধমানের আলমপুরে
পঞ্চায়েত নির্বাচনের পরও কেন্দ্রীয় বাহিনীর টহল বর্ধমানের আলমপুরে।উলেখ্য: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের আলমপুরে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৭টি বুথে ভোট হয়,কিন্তু কোনো বুথে অশান্তি ঝামেলা হয়নি অথচ যথেষ্ট কেন্দ্রে বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছিল।কার্যত আজ সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর আনাগোনা ও টহলদারী দেখে খুশি গ্রামবাসীরা।জানা যায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আলমপুর এলাকাটি স্পর্শকতা হিসেবে রাখা হয়েছে, কারণ অতীতে বর্ধমান এক ব্লকে আলমপুর এলাকায় বেশ কয়েকবার নির্বাচনে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল,তাই পঞ্চায়েত ভোট হয়ে গেলেও কেন্দ্রীয় বাহিনী ও দেওয়ানদীঘি থানার পুলিশ আলমপুর এলাকায় টহল অব্যাহত রেখেছে। #breakingnews #newstoday #bardhaman #panchayatelection #centralforce #newslive #alampur #westbengal #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?