Bankura : স্কুলের পোশাক তৈরি করে রোজকারের পথ দেখছে, সমবায়ের মহিলারা।
Bankura : স্কুলের পোশাক তৈরি করে রোজকারের পথ দেখছে, সমবায়ের মহিলারা।
বাড়ির কাজকর্ম করে বাকি যেটুকু সময় পায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা মহিলা সবুজ সংঘ সমবায়ে এসে স্কুলের পোশাক তৈরি করেl রোজকারের পথ দেখছে ২০০ থেকে ৩০০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। এরফলে সাবলম্বী হতে পারছে মহিলারা। করিশুন্ডা সবুজ সংঘ সমবায়ের মহিলারা বলেন, বর্তমানে জিনিসপত্রের যা দাম বেড়েছে তারফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই সব কাজ করে বাড়তি রোজকার হচ্ছে। আর সংসারটাও ভালো ভাবে চলে যাচ্ছে।
#newstoday #newsvideo #curentaffairs #bankura #bankura_news @ubanglatvofficial
What's Your Reaction?