Bankura : বাড়ি ফিরে মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানালেন আশিষ|
Bankura : বাড়ি ফিরে মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানালেন আশিষ|
ধৈর্য্যই তো সফলতার হাতিয়ার, ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি নিয়ে ফিরলেন বাঁকুড়ার সারেঙ্গার এক যাত্রী আশীষ রজক। করমন্ডল এক্সপ্রেসে চেন্নাইতে শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন সারেঙ্গার আশিষ রজক। সেই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে উড়িষ্যার বালেশ্বর এর কাছে। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন গতকাল রাত্রে রওনা হয়েছিল, তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসতে। দুর্ঘটনা স্থল থেকে প্রায় নয় কিলোমিটার দূর থেকে আশীষকে নিয়ে আজ সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ পৌঁছান, সারেঙ্গা ফিরে ট্রেন দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন আশিষ, কাটল পরিবারের আতঙ্ক। গত দুই তারিখ চেন্নাইতে কারখানায় শ্রমিকের কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে খড়্গপুরে করমন্ডল এক্সপ্রেসে চেপেছিলেন সারেঙ্গার আসিস এবং তার সাথে আরো ১২ জন। বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সেই ট্রেন গতকাল দুর্ঘটনার খবর পড়ে উড়িষ্যার বালেশ্বর এর কাছে। #newstoday #newsvideo #curentaffairs #bankura #bankura_news @ubanglatvofficial
What's Your Reaction?