Bankura : বাঁকুড়ার মেয়ে মধুরিমা প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে : U Bangla TV

Bankura : বাঁকুড়ার মেয়ে মধুরিমা প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে : U Bangla TV

Jan 25, 2024 - 14:12
 0  1

বাঁকুড়ার মেয়ে মধুরিমা প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে অংশ নিতে চলেছে।।নিজস্ব প্রতিনিধি:(ছাতনা):-আগামী ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস।আর সেই মতো বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্র শুশুনিয়া গ্রামের মেয়ে মধুরিমা কর্মকার, দেশের ৭৫ তম সাধারনতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজে অংশ নেবে। লক্ষ্যে অবিচল আর নিজের কাজের প্রতি জেদ থাকলে অনেক অধরা কেই ধরা সম্ভব... লড়াই, কঠোর পরিশ্রম ও অসম্ভব জেদের অন্য নাম হয়ে উঠলো মধুরিমা। এবার বাঁকুড়া জেলা থেকে এনসিসিতে অংশ নেওয়া একমাত্র ক্যাডেট মেয়ে মধুরিমা। অনেকই হইতো ওর লড়াইয়ের কথা গত এক বছর ধরে জানেন, সবাই যখন ঘুমটা ভালো হলো না বলে আরো একবার পাস ফিরে শুয়ে পড়তো, সেই কাক ভোরে ও বাসে করে ব্যাটেলিয়ান যেত। এমনকি অফ ডের দিনগুলোতেও বাড়িতে বসে থাকেনি, বিকেল বেলা ওই বড় মাঠে তিন পাক চার পাক পাঁচ পাকের দৌড়গুলো আস্তে আস্তে ওকে দিল্লি পথে নিয়ে যাচ্ছিল। নদিয়ার ক্যাম্পে যখন প্রতি রাউন্ডে ছাটাই পর্ব চলছে তখনও ওর ভেতরে যতটা টেনশন ছিল ঠিক ততটাই আত্মবিশ্বাস। এতসবের মাঝে একটা কথা না বললে অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়, এ লড়াই ও জেদের প্রধান উৎসাহদাতা ওর মা চুমকি কর্মকার। মধুরিমার বাবা সন্তোষ কর্মকার একজন পাথর শিল্পী। মায়ের সর্বক্ষণের সঙ্গী যে মেয়ে সে মেয়ের সাথে সারাদিনে ঠিকঠাক করে ফোনেও কথা হয় না, সেই মন খারাপের পাহাড় ঠেলে মাও(আজকের লেখার সূত্রপাত এখান থেকে) দিন গুনছে ২৬ জানুয়ারির। ২৯ শে ডিসেম্বর থেকে এই এক মাসের দিল্লি সফর ওকে আরও জেদি ও আত্মবিশ্বাসী করে তুলবে। জেলাবাসী জানায় ২৬ শে জানুয়ারি টিভির পর্দায়, বাঁকুড়া জেলার মেয়ে দিল্লি কাঁপাতে চলেছে এইটাই তাদের গর্বের বিষয়। মধুরিমার অংশগ্রহণের জেরে খুশির হাওয়া মধুরিমার গ্ৰাম শুশুনিয়া সহ গোটা বাঁকুড়া জেলাজুড়ে। #bankura #bankuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow