Bankura : হাতির ভয়ে অতিষ্ঠ গ্রামবাসীরা : U Bangla TV
Bankura : হাতির ভয়ে অতিষ্ঠ গ্রামবাসীরা : U Bangla TV
বেশ কয়েকদিন ধরেই তাণ্ডব চালাচ্ছে ৩০ থেকে ৩৫ টি হাতির একটি দল, হাতির ভয়ে অতিষ্ঠ গ্রামবাসীরা। ঘটনাটি বাঁকুড়ার জয়পুর ব্লকের বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রাম ডুমনি, সোল ডুমনি, কাশিপুর ও রাজগঞ্জ অন্যদিকে বিষ্ণুপুর ব্লকের বাকাঁদহ রেঞ্জের বাগডহরা বেলসুলিয়া সহ বিভিন্ন এলাকার । আতঙ্কে ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের, ফসল বাচাতে মরিয়া চেষ্টা করছে গ্রামের মানুষ l সারারাত জেগে পাহারা দিচ্ছেন আলুর জমিতে এই বুঝি হাতির দল নেমে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি করে দিল। কিন্তু সারারাত ধরে ফসল আগলে রাখলেও হাতির দল আচমকায় হানা দিয়ে ক্ষতি করছে বিঘা পর বিঘা আলুর জমি। এমনই ছবি উঠে এলো ক্যামেরায় শনিবার ভোরে ৩০ থেকে ৩৫ টি হাতির দল বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ রেঞ্জের বাগডোহরা এলাকায় আলুর জমিতে তান্ডব চালায়। জমির আলু খেয়ে একেবারেই সাবার করে দিয়েছে হাতির দল। এদিন ভোরের দিকে হাতির দল আচমকায়ে চলে আসে এমনটাই জানান,এক কৃষক । তবে বনদপ্তরে কর্মীরা, এই হাতির দলটিকে মেদিনীপুরের জঙ্গলে পাঠানোর চেষ্টা করলেও সেই চেষ্টা বিফলে যাচ্ছে। এমনটাই জানান বনদপ্তরের আধিকারিকরা। কারণ হাতির দলটিকে বিরক্ত করছেন স্থানীয় মানুষজন । হাতি দেখতে অগণিত মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন জঙ্গলে, যার কারণে হাতির দল হিংস্র হয়ে উঠছে । হূলাপাটি দেখলেই তাড়া করচে হাতির দল। হাতির দলকে যাতে করে কেউ না ডিস্টার্ব করে তার জন্য চলছে মাইকিং করে গ্রামে গ্রামে প্রচার, তবুও গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন হাতি দেখতে। তাই এই হাতির দল গুলিকে অন্যত্র জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা বিফলে যাচ্ছে। যার কারণে চিন্তিত বনদপ্তর, ঠিক ততটাই চিন্তিত জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ । #bankura #bankuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?