Bankura : মানসিক ভাসাম্যহীন এক মহিলাকে উদ্ধার : U Bangla TV
Bankura : মানসিক ভাসাম্যহীন এক মহিলাকে উদ্ধার : U Bangla TV
মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উদ্ধার করে সুদূর তামিলনাড়ু থেকে আসা পরিবারের হাতে তুলে দিল জি.আর.পি। শুক্রবার বাঁকুড়া স্টেশনের ঘটনা। আর্থি. কে নামে তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার বাসিন্দা 'নিখোঁজ' ওই মহিলার পরিবার সূত্রে জানানো হয়েছে, তারা সপরিবারে চেন্নাই এসেছিলেন। চলতি মাসের ৪ তারিখ চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে আর্থি কে নামে ওই মহিলা 'বেপাত্তা' হয়ে যান। ওই এলাকার বিভিন্ন জায়গা ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে স্থানীয় থানায় বিষয়টি মৌখিকভাবে জানানো হয়। অন্যদিকে, বাঁকুড়া জি.আর.পি সূত্রে জানানো হয়, গত ৬ ফেব্রুয়ারী ওন্দার ভেদুয়াশোল স্টেশন সংলগ্ন এলাকার রেল ট্র্যাকে ওই অজ্ঞাতপরিচয় মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। সেখান থেকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় নিখোঁজ মহিলার একটি কাগজে লিখে দেওয়া ফোন নম্বরে, তার পরিবারের যোগাযোগ করা হয়। পরে এদিন মহিলার স্বামী রাজেন কে. সহ তার মা-বাবা বাঁকুড়া স্টেশনে পৌঁছালে তাদের হাতে তাকে তুলে দেওয়া হয় । 'নিখোঁজ' মহিলার স্বামী রাজেন কে বলেন, হারিয়ে যাওয়ার পর থেকেই অনেক খোঁজাখুঁজি করেছিলেন, সন্ধান পাইনি। অবশেষে বাঁকুড়া জি.আর.পি-র কাছ থেকে ফোন পেয়েই তারা বাঁকুড়ায় চলে আসেন বলে জানান। 'হারানো' স্ত্রীকে খুঁজে পেয়ে খুশী। দেশের বাড়িতে গিয়ে ওখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা করানো হবে বলে তিনি জানান। #bankura #banglanews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?