Bankura : পক্ষী সুমারী হল বাঁকুড়ার রাণী মুকুটমনিপুরে : U Bangla TV

Bankura : পক্ষী সুমারী হল বাঁকুড়ার রাণী মুকুটমনিপুরে : U Bangla TV

Jan 24, 2024 - 17:10
 0  3

পক্ষী সুমারী হল বাঁকুড়ার রাণী মুকুটমনিপুরে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বনদপ্তরের যৌথ উদ্যোগে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে পরিযায়ী পাখির সুমারী হল। প্রসঙ্গত, প্রতি বছর শীতের এই দিন গুলিতে দেশ বিদেশের অসংখ্য পরিযায়ী পাখি মুকুটমনিপুরে আসে। স্বাভাবিক নিয়মে শীত শেষে তারা ফিরেও যায়। আর এখানে ঐ সব পাখি অবস্থানকালে বেশ কয়েক বছর ধরে গণণার কাজ শুরু হয়েছে। আজ সকালে মুকুটমণিপুর জলাধারের ওপর নৌকোয় চেপে ওই গণনার কাজ করা হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়ার এডিএফও অসিতকুমার দাস, খাতড়ার রেঞ্জার সীতারাম দাস সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিনের গণণায় প্রায় ১২ রকম প্রজাতির পাখির খোঁজ মিলেছে বলে স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীণ প্ল্যাটুর তরফে জানানো হয়েছে । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরকে ঘিরে বার্ড ওয়াচিং ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তুলতে পক্ষী গননার কাজ করছে বন দফতর । এদিনের গননায় , সরাল, রাঙামুড়ি, বালি হাঁস সহ বিভিন্ন প্রজাতির পাখি দেখা গিয়েছে ।পক্ষী গননার ওই সংস্থার দাবি, বিগত বছরের তুলনায় এবছর মুকুটমণিপুরে আসা পাখির সংখ্যা কম। যে সমস্ত পরিযায়ী পাখির সন্ধান মিলছে না, তারা কেন আসছেনা কারণ খতিয়ে দেখার পাশাপাশি মানুষজনদের মধ্যে সচেতনতাও গড়ে তোলা হবে বলে বনদপ্তর জানায়। #bankura #bankuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow