Assam : সিপাঝাড়ে পাঁচ দিনের বিহুর প্রশিক্ষণ : U Bangla TV

Assam : সিপাঝাড়ে পাঁচ দিনের বিহুর প্রশিক্ষণ : U Bangla TV

Mar 31, 2024 - 14:02
 0  9

সিপাঝাড়ে পাঁচ দিনের বিহুর প্রশিক্ষণ। বিহুর দিন যত এগিয়ে আসছে ততই অসমীয়া মানুষের মনে আনন্দের জোয়ার বইছে। তাই সকল প্রান্ততে দেখতে পাওয়া যাচ্ছে বিহুর প্রশিক্ষণ শিবির। বিহু নাচ, বিহু নাম এবং বিহুর বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। দরং জেলায় বিহু সুরক্ষা সমিতির সৌজন্যে পশ্চিম দরং আঞ্চলিক বিহু সুরক্ষা সমিতির সহযোগিতায় ছোট ছোট ছেলেমেয়েদের থেকে শুরু করে সকলকে বিহুর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পশ্চিম দরং জেলায় তরুণ আঞ্চলিক কেন্দ্রীয় বিহু সম্মেলনের উদ্যোগে এই বিহুর প্রশিক্ষণ আয়োজন করা হয়। শতাধিক প্রশিক্ষার্থী অংশগ্রহণ করে এই প্রশিক্ষণ কর্মশালা শিবিরে। #assam #assamnews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow